আমাদের দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীরা জনসংখ্যায় কম হলেও যিশুর জন্মদিন পালনে আনন্দ কিন্তু কম হয় না। সেই সঙ্গে বাংলাদেশের বড় দিনের বিশেষ আয়োজনগুলোতে বাঙালিয়ানার ছাপটা যেন থেকেই যায়।
তাই এ দিন ক্রিসমাসের খাবার হিসেবে বিশেষ কেকের পাশাপাশি উৎসবে বাঙালিদের যত পিঠা-পুলি, পোলাও, মাংস, বিরিয়ানীর মত খাবারগুলোও থাকে।
২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষে যারা বিফ খেতে চান তারা চাইলে বাড়িতে ঝটপট রান্না করে নিতে পারেন ক্রিসমাস স্পেশাল স্রেডেড বিফ রেসিপি। এই মজাদার রেসিপিটির প্রস্তুত প্রণালী জানতে নিচের ভিডিওটিতে ক্লিক করুন।