লিট ইনসাইড

বইমেলায় তরুণ লেখক শরীফুল ইসলামের 'প্রথম প্রয়াস'

প্রকাশ: ০৮:০০ এএম, ০৪ মার্চ, ২০২২


Thumbnail বইমেলায় তরুণ লেখক শরীফুল ইসলামের 'প্রথম প্রয়াস'

এবারের বইমেলায় তরুন, নবীন, প্রবীন থেকে শুরু করে বিখ্যাত লেখকের বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস, কাব্যগ্রন্থ ছোট গল্প ইত্যাদি। এমনই একজন তরুণ লেখক শরীফুল ইসলাম তানভীর। এবারের বই মেলায় প্রথম প্রকাশিত কবিতা এবং গল্পের সংকলনে লেখা 'প্রথম প্রয়াস' বইটি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে সুচিন্তক প্রকাশনী থেকে এবং পরিবেশক প্রহেলিকা প্রকাশনী। স্টল নাম্বার ৩০৪৮।

কবিতা গল্পের সংকললে লেখা বইটি সম্পর্কে জানতে চাইলে লেখক বাংলা ইনসাইডারকে জানায়,  'আমার বইয়ে আমি সময়সাময়িক কিছু বিষয় তুলে ধরেছি, যা পাঠক-পাঠিকাদের প্রয়োজন। এই বটিতে আমার প্রথম একটা গল্প আছে; রহস্যময় গুহা'। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়রা এ ধরনের বইগুলোতেই বেশি আগ্রহ প্রকাশ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এছাড়া কিছু কবিতা আছে এখানে, কবিতাগুলো সমসাময়িক বিষয় নিয়ে লেখা। কবিতাগুলো পড়লে পাঠকরা আশাকরি ভুল পথ থেকে সরে আসার চেষ্টা করবে। আমার বইয়ে কবিতা এবং গল্প দুইটার সংমিশ্রনে লেখা।

তিনি আরও বলেন, 'আমার বইয়ের প্রথম গল্পে দুইটি দিক রয়েছে উপস্থিত বুদ্ধি এবং রহস্য উন্মোচন। পুরো গল্পটা কিছুটা রসাত্বকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ৪ টা বন্ধু তারা সবসময় একসাথে থাকে। তারা যে এলাকায় থাকে সেখানে একটা এলাকা আছে, যেটা সম্পর্কে সবার খারাপ ধারনা আছে এবং জায়গাটাতে যেতে ভয় পায়। এটা দেখে ৪ বন্ধুর কৌতুহল বাড়ে। তাই তারা খুব আগ্রহ নিয়ে সেই জায়গাটাতে যায় এবং ঘটিনা ক্রমে একতা নারী পাচারকারী দলের সন্ধান পায়। তারপরও তারা বিভিন্ন কোউশলে পুলিশের সাথে যোগাযোগ করে এবং ৪ বন্ধু উপস্থিত বুদ্ধি দিয়ে একটা রহস্যের উদঘাটন করে। 

দ্বিতীয় গল্পটি হচ্ছে , ফুট বলারের জীবন কাহিনী নিয়ে রচিত। একটা কাল্পনিক কাহিনী এটা। এখানে সুখ, দুঃখ এবং সাফল্য নিয়ে এই নিয়ে গল্পটা। এছাড়াও আরও গল্প কবিতা রয়েছে সাময়িক ঘটনা নিয়ে। 

এবছর মেলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর পাথকদের ভিড় অনেক, পাঠকরাও অনেক বেশি বই কিনছে। আমি নিজেও একদিন মেলায় গিয়েছিলাম, পাঠকদের অনেক বই সংগ্রহ করতে দেখেছি। আশা করছি পাঠকরা এবার অনেক বই সংগ্রহ করবে এবং পড়বে। আগামীতেও পাঠকরা বই সংগ্রহ করবে।

শরীফুল ইসলাম   কবিতা   গল্প   বইমেলা  


মন্তব্য করুন


লিট ইনসাইড

কবিতা

প্রকাশ: ০২:০৩ পিএম, ২৩ মার্চ, ২০২৪


Thumbnail




মন্তব্য করুন


লিট ইনসাইড

বিশ্বের সেরা এবং আকর্ষণীয় পাচ মসজিদ

প্রকাশ: ১১:০২ এএম, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪


Thumbnail

বিশ্বের এমন পাঁচটি মসজিদ সম্পর্কে জেনে নিন:


১. মসজিদুল হারাম, মক্কা, সৌদি আরব:

বিশ্বের সবচেয়ে বেশি মানুষ দেখতে যায়, এমন মসজিদের তালিকায় সবার প্রথমে আছে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম। প্রতিবছর প্রায় ৮০ লাখ মানুষ এই মসজিদে যান। এটিই বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। একসঙ্গে ১৫ লাখ মানুষ এখানে প্রবেশ করে ঘুরে দেখতে পারেন। মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র তিন স্থানের একটি এই মসজিদুল হারাম। মুসলমানদের কিবলা পবিত্র কাবাশরিফ এখানেই অবস্থিত।

তবে যে কেউ চাইলেই মসজিদুল হারামে প্রবেশ করতে পারেন না। অমুসলিমদের জন্য মক্কা নগরীতে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।


২. শেখ জায়েদ মসজিদ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত:

২০০৭ সালে স্থাপিত এই মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। পৃথিবীর সবচেয়ে বড় ঝাড়বাতি ও সবচেয়ে বড় গালিচাও আছে এই মসজিদে।

আরব আমিরাতে বসবাসকারীদের বেশির ভাগই প্রবাসী, যাঁরা মূলত শ্রমজীবী হিসেবে বিভিন্ন দেশ থেকে সেখানে যান। এই বৈচিত্র্যময়তাই মসজিদটির নকশার মূল ভিত্তি। ব্রিটিশ, ইতালীয় ও আমিরাতি স্থপতিরা মিসর, মরক্কো, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মসজিদের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে শেখ জায়েদ মসজিদের নকশা এঁকেছেন।

প্রতিবছর মসজিদটি দেখতে প্রচুর দর্শনার্থী আসেন। শুধু ২০১৭ সালেই এসেছেন প্রায় ৫৮ লাখ দর্শনার্থী। নামাজের সময় ছাড়া অন্য সময় অমুসলিম দর্শনার্থীরাও মসজিদ ঘুরে দেখতে পারেন। তবে শুক্রবার অমুসলিম দর্শনার্থীদের এই মসজিদে প্রবেশ নিষেধ।


৩. আয়া সোফিয়া, ইস্তাম্বুল, তুরস্ক:

ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর একটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। আর ইস্তাম্বুল বা গোটা ইউরোপের অন্যতম সুন্দর মসজিদ আয়া সোফিয়া। ৩৬০ খ্রিষ্ট-পূর্বাব্দে স্থাপিত এ স্থাপনা শুরুতে মসজিদ ছিল না। ১৪৬৩ সালে সুলতান মেহমেদ এটিকে মসজিদ হিসেবে স্বীকৃতি দেন।

১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন তুরস্ক সরকার। কিন্তু ২০২০ সালে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান এটিকে আবার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের কাছে উন্মুক্ত করে দেন। ১৯৮৫ সালে আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যর স্বীকৃতি দেয় ইউনেসকো।


৪. আল–আকসা মসজিদ, পূর্ব জেরুজালেম, ইসরায়েল:

মুসলিম স্থাপত্যশৈলীর শুরুর দিককার অন্যতম নিদর্শন জেরুজালেমের আল–আকসা মসজিদ।

বলা হয়ে থাকে, খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হজরত উমর (রা.)–র শাসনামলে ৬৩৭ খ্রিষ্টাব্দে শুরু হয় মসজিদটির নির্মাণকাজ। তবে বর্তমানে আল-আকসা বলতে পুরো চত্বরটাকেই বোঝানো হয়। ‘হারাম আল শরিফ’ নামে পরিচিত এই চত্বরের চার দেয়ালের মধ্যে আছে কিবলি মসজিদ, কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক) ও বুরাক মসজিদ। মূল আল–আকসা বা কিবলি মসজিদ হলো ধূসর সীসার পাতে আচ্ছাদিত গম্বুজওয়ালা একটি স্থাপনা। তবে পর্যটকের কাছে আল–আকসা নামে বেশি প্রসিদ্ধ সোনালি গম্বুজের স্থাপনা কুব্বাতুস সাখরা।

জেরুজালেমের সবচেয়ে দৃষ্টিনন্দন এই মসজিদ ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় উঠে আসে ১৯৮১ সালে। এখানে প্রায় চার লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন । তবে ২০২৩ সালের অক্টোবর থেকে দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। কোনো মুসল্লিকে তারা মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


৫. দ্বিতীয় হাসান মসজিদ, কাসাব্লাঙ্কা, মরক্কো:

আলজেরিয়ার জামা এল জাযের মসজিদের মিনার সবচেয়ে উঁচু, ৮৭০ ফুট। তারপরেই কাসাব্লাঙ্কার দ্বিতীয় হাসান মসজিদের মিনার, উচ্চতা ৬৮৯ ফুট। মরক্কোর বাদশাহ দ্বিতীয় হাসানের তত্ত্বাবধানে নির্মিত মসজিদটির নকশাকার ফরাসি স্থপতি মিশেল পিনসু।

আটলান্টিক মহাসাগরের একটি শৈলান্তরীপের মাথায় মসজিদটির অবস্থান। মেঝের একটা অংশ স্বচ্ছ কাচের বলে আটলান্টিকের নীল পানি দেখতে পান নামাজে যাওয়া মুসল্লিরা। দেয়ালে মার্বেলের চোখধাঁধানো কারুকাজ। ছাদ অপসারণযোগ্য বলে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা রাতের আকাশও দেখতে পান।

দ্বিতীয় হাসান মসজিদের মিনার থেকে একটি লেজাররশ্মি মুসলমানদের কিবলা কাবাঘরের দিকে তাক করা। অনন্য স্থাপত্যশৈলীর জন্য জগৎ–খ্যাত এই মসজিদে একসঙ্গে ১ লাখ ৫ হাজার মুসল্লির নামাজ আদায় করার সুবিধা আছে।


মসজিদ   সেরা  


মন্তব্য করুন


লিট ইনসাইড

মুখের ঠিকানা

প্রকাশ: ১২:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারী, ২০২৪


Thumbnail




মন্তব্য করুন


লিট ইনসাইড

স্পর্শে তুমি

প্রকাশ: ০৪:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪


Thumbnail




মন্তব্য করুন


বিজ্ঞাপন