শাহাবুদ্দীন জনি
কই সব সময়তো চোখ দিয়ে পানি আসে না,
খুব কষ্ট হয় চোখ ভারী হতে
আক্ষেপ, হতাশা, বিষণ্ণতা, যান্ত্রিকতা আঁকড়ে ধরতে ধরতে মন পিষে ফেলে।
মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়,
ফিলিংস তার অটোমেটেড যন্ত্রকে না করে দেয়,
ইনপুট আউটপুট দিও না।
কাজের প্রেশারে বুকে চাপা কষ্ট জমা নেয়
কাঁদতে চাইলেও জল আসে না, মন হালকা হয় না।
কে? রাঁধা কষ্ট মেটাবে? সে তো কলঙ্কিনী রাধা!
মৌসুমী পাখির মত এক জায়গায়
থাকতে পারে না, শুইতে পারে না, ঘুমোতে পারে না।
সিজনে সিজনে ডাল চেঞ্জ করে দেশ থেকে দেশান্তর।
বাসায় বুকের চাপ নিয়েই ঘুমাতে হয়,
তবে আক্ষেপে মন ভার থেকেই যায়, চোখের জল বুকে জমতে থাকে।
সীমাহীন ধৈর্য বাঁধ ভেঙ্গে
জল ফেলতে মদের টেবিলে আসতে হয়।
চোখের জল ফেলতে গিয়ে কখনও কাঁদি, হাসি, চিল্লাই, উচ্চস্বরে রাজনৈতিক আলাপ পারি।
এই ভিড়ে আমি একা না হাজারো লোক আছে, ভিন্নও আছে।
কেউ এসব দেখে, হাসে, নাচে, ঠাট্টা করে।
তবে এ এমনই একটা বাস্তুসংস্থান,
ঘুরেফিরে চোখের জল ফেলতেই হবে।
প্রকৃতি থেকে যা নেবে তা ফেরত দিতে হবে বস,
এটাই নিয়ম!
সব সময় আঁখি ভরা জল আসে না,
বুক ফেটে আর্তনাদ ভরা চিৎকারও আসে।
লোকে তখন বলে নিজেই টাল অবস্থায় পাগল, পাগল বাদ দে।