মন্তব্য করুন
একটি বেসরকারি টেলিভিশনে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) বরাত দিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ছয়জনের ছবি প্রকাশ করার পর সিরাজগঞ্জে তোলপাড়
শুরু হয়েছে।
প্রকাশিত ছয়জন জঙ্গির মধ্যে রেজাউল করিম সোহেল ছদ্মনাম আবু জায়েদ নামে একজনের ছবি রয়েছে। ছদ্মনামধারী আবু জায়েদ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রাসেলের ছোট ভাই।
ছবি প্রকাশের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধনও করেছেন তারা।
গত শনিবার বিকেলে মানববন্ধনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সক্রিয় সদস্য রেজাউল করিম সোহেল ছদ্মনাম আবু জায়েদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
ধুবিল বাজারে মানববন্ধনে উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা, সলঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক আল মামুনসহ সলঙ্গা থানা ও ধুবিল ইউনিয়নের সাধারণ মানুষ।
মানববন্ধনে নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তখন আওয়ামী লীগ পরিবারে জঙ্গির অবস্থান থাকতে পারে না। এ জঙ্গি সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল জানান, ঘটনার কোন সত্যতা নেই। মূলত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তাছাড়া আমার ছোট ভাই কার সাথে জড়িত সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এতে আমার কি করার আছে? পুলিশ তদন্ত করে যদি সঠিক পায় তবে তাকে আটক করবে।
মন্তব্য করুন
জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন
মন্তব্য করুন
আগের দুই শর্তেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। এনিয়ে ষষ্ঠ দফায় বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়লো। আগের মতো এবারও এই মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাসের জন্য।
রোববার (২৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয় বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
তনি জানান, প্রজ্ঞাপনে অনুযায়ী, এবারও শর্ত রয়েছে খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাই কোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রীর। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে ছিলেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য। এরপর ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। মাঝে অসুস্থতার জন্য কয়েক দফায় হাসপাতালেও কিছু দিন ছিলেন তিনি।
২০২০ সালে ছাড়া পাওয়ার পর থেকে প্রতি ছয় মাস অন্তর অন্তর তার মুক্তির মেয়াদ বাড়ছে। সর্বশেষ গত ৬ মার্চ নতুন আবেদন করেন তার ভাই শামীম এস্কেন্দার। তবে পরিবার খালেদাকে বিদেশ নিতে চাইলেও তাতে সায় দিচ্ছে না আইন মন্ত্রণালয়। খালেদার ভাইয়ের আবেদন পাওয়ার পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। সেটার সময় শেষ হয়ে আসছিল, যার জন্য তারা (পরিবার) আবেদন করেছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য বৃদ্ধির সুপারিশ করেছি।’
শর্তের বিষয়ে আনিসুল হক বলেন, ‘শর্তগুলো হল- তিনি ঢাকায় নিজের বাসা থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন। তিনি হাসপাতালে যেতে পারবেন না, তা নয়। তিনি হাসপাতালে যেতে পারবেন। উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।’
শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিয়ে নির্বাচনের আগের বছর সম্প্রতি ওঠে আলোচনা। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণে বাধা নেই বলে আইনমন্ত্রী মত জানালেও বিপরীত বক্তব্য আসে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সরকার বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে অযাচিতভাবেই খালেদা জিয়ার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে আলোচনা তুলছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার আগে থেকে আর্থারাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। রায় হওয়া দুটি ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩৫টি মামলা রয়েছে।
দুটি শর্ত খালেদা মুক্তির মেয়াদ বাড়লো
মন্তব্য করুন
মন্তব্য করুন
সেপ্টেম্বর আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক উত্তেজনা
মন্তব্য করুন
প্রকাশিত ছয়জন জঙ্গির মধ্যে রেজাউল করিম সোহেল ছদ্মনাম আবু জায়েদ নামে একজনের ছবি রয়েছে। ছদ্মনামধারী আবু জায়েদ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রাসেলের ছোট ভাই। ছবি প্রকাশের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধনও করেছেন তারা।
স্বাধীনতা বিরোধী একাত্তরের পরাজিত শক্তি জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের রাজনৈতিক নিবন্ধন নাই। দলীয় প্রতীক নিয়ে দলটি নির্বাচন করতে পারে না। কিন্তু এবার মার্কিন প্রতিবেদনে জামায়াতের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের সন্তানরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বসে যে বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং লবিং করছেন, কোটি কোটি ডলার খরচ করছেন, তার ফল ভোগ করতে শুরু করেছে জামায়াত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০১ সালে যখন বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসে, তখন তিনি একটি অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দলের কোনো গুরুত্বপূর্ণ পদ নয় এবং সে সময় তিনি দলের কোনো গুরুত্বপূর্ণ নেতাও ছিলেন না। আর সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বিএনপির প্রধান নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং প্রায় জাতীয় নেতার মর্যাদা পেতে চলেছেন।
মনে করা হয়েছিল চলতি রমজান মাসে বিএনপি আন্দোলনের কোনো কর্মসূচি দেবে না। ঐতিহাসিকভাবে এবং ঐতিহ্যগতভাবে রমজান মাসে কোন রাজনৈতিক দল কর্মসূচি পালন করে না। কিন্তু এবার বিএনপি ব্যতিক্রম ঘটালো। রমজান মাসেও বিএনপির বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রতি শনিবার ধরে ধরে বিএনপি ঢাকা এবং সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থানসহ নানা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে রমজান মাসে রাজনৈতিক কর্মসূচি না করার সংস্কৃতি ভাঙলো বিএনপি।