টেক ইনসাইড

মোবাইল ব্যালেন্সে সরকারি নাগরিক সনদ সেবা চালু করল এটুআই-রবি

প্রকাশ: ০৫:৫২ পিএম, ২২ মার্চ, ২০২৩


Thumbnail মোবাইল ব্যালেন্সে সরকারি নাগরিক সনদ সেবা চালু করল এটুআই-রবি।

গ্রাহকের মোবাইল ব্যালেন্স বা ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) ব্যবহার করে সরকারি সার্টিফিকেশন বা প্রত্যয়ন এবং মাইগভ সেবার অর্থ পরিশোধের সেবা চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং রবি। 

ডিওবি-ভিত্তিক পেমেন্ট পদ্ধতি সংযোজনের মাধ্যমে প্রত্যয়ন (https://prottoyon.gov.bd)  এবং মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মে নিবন্ধিত নাগরিকরা সহজেই রবি মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ঘরে বসে তাদের  সনদপত্র সেবার জন্য অর্থপ্রদান করতে পারবেন। পদ্ধতিটি খুবই সহজ হওয়ায় দেশের প্রান্তিক জনগোষ্ঠী  ঝামেলামুক্তভাবে  প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। 

প্রত্যয়ন পোর্টাল ব্যবহার করে এর আগে বাংলাদেশের নাগরিকরা তাদের মেয়র বা কাউন্সিলর বা চেয়ারম্যানের কাছে অনলাইনে এই সার্টিফিকেটের জন্য আবেদন করতেন এবং অনেকক্ষেত্রেই তাদের কাছে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি না থাকায় সরাসরি সরকারি অফিসে গিয়ে পেমেন্ট সম্পূর্ণ করতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামী, ই-সার্ভিস টিম লিড মোহাম্মদ সালাহউদ্দিন, ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ মশিউর রহমান, রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, শাহেদ আলম, ভাইস-প্রেসিডেন্ট পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি শরীফ শাহ জামাল রাজ এবং জেনারেল ম্যানেজার, ভ্যাস অ্যান্ড নিউ বিজনেস, শফিক শামসুর রাজ্জাক সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনসাধারণকে সনদপত্র সংক্রান্ত সব ধরনের সেবা প্রদানের জন্য বাংলাদেশ সরকার প্রত্যয়ন ওয়েব পোর্টাল চালু করেছে।  সরকারি সেবা , সকল  ওয়েবসাইট এবং সকল তথ্য এক ওয়েব পোর্টালে একীভূত করার জন্য প্রধানমন্ত্রীর লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকারের পোর্টালের অংশ হিসেবে এটি চালু করা হয়েছিল। উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নে এবং জনগণের হাতের মুঠোয় সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত ‘এটুআই’নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘আমরা এটুআই-এর সাথে প্রথমবারের মতো বিভিন্ন নাগরিক সেবা, যেমন জাতীয়তা সনদ, জন্ম সনদ, বিবাহ সনদ ইত্যাদি প্রাপ্তির জন্য গ্রাহকের মোবাইল ব্যালান্স ব্যবহার করে অর্থ প্রদানের সেবা চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত ভবিষ্যতে এই উদ্যোগে অন্যান্য সরকারি সেবা প্রাপ্তি এবং স্মার্ট গভর্নমেন্ট বাস্তবায়নে বিপ্লব আনবে।’

এই উদ্যোগের বিষয়ে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), আইসিটি বিভাগ,  ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমাদের ইউনিফাইড মোবাইল পেমেন্ট সিস্টেম, একপে প্ল্যাটফর্মে সব ব্যাংক এবং এমএফএস সেবা প্রদানকারীকে সংযুক্ত করে  ২৩টি ইউটিলিটিসহ নাগরিক সেবা প্রাপ্তিতে পেমেন্ট সুবিধা চালু করা হয়। এমএফএস এবং এজেন্টভিত্তিক পেমেন্ট সুবিধা থাকা সত্ত্বেও গত এক দশকে মোট জনসংখ্যার ১৮% ব্যাংকিং সেবার বাইরে অবস্থান করছে। পিটুজি পেমেন্টের প্রসার বৃদ্ধি করতে আমরা সরকারি ইকোসিস্টেমে মোবাইল অপারেটরদের সাথে ডিওবি চালু করছি। এর মাধ্যমে নাগরিকের সময়, খরচ এবং যাতায়াতের সময় কমিয়ে আনবে, যা স্মার্ট বাংলাদেশ ২০৪১ অর্জনে একটি যুগান্তকারী পদক্ষেপ।  ভবিষ্যতে নাগরিকদের সুবিধার জন্য আমরা এ ধরনের আরও নাগরিক পরিষেবা চালু করতে চাই।’


মোবাইল ব্যালেন্স   সরকারি   নাগরিক সনদ   সেবা   এটুআই   রবি  


মন্তব্য করুন


টেক ইনসাইড

প্রতিনিয়ত সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে এক্স

প্রকাশ: ০৯:১০ পিএম, ০১ অক্টোবর, ২০২৩


Thumbnail

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্স দিন দিন সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনবিসির এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির সিইও লিন্ডা ইয়াকারিনো। 

গত বছরের শেষ দিকে চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। পরে এটির নাম পরিবর্তন করে রাখেন এক্স। এরপর থেকেই ক্রমে ব্যবহারকারীর সংখ্যা কমছে এ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির।

বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুসারে, বর্তমানে এক্সের সক্রিয় ব্যাবহারকারীর সংখ্যা ২২ কোটি ৫০ লাখ যা মাস্কের মালিকানা গ্রহণের পর কমেছে প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। 

অনলাইন সংবাদমাধ্যম ম্যাশাবেলের পরিসংখ্যান অনুযায়ী, মাস্কের মালিকানায় আসার পর দৈনিক প্রায় ৩ দশমিক ৭ শতাংশ সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে এক্স।

ব্যবহারকারীর সংখ্যা কমার পাশাপাশি এক্স এর লভ্যংশেও এর প্রভাব দেখা গেছে। সাইটটিতে আগের তুলনায় কমছে বিজ্ঞাপনের সংখ্যা। তবে আগামী বছরে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন সিইও লিন্ডা ইয়াকারিনো।

এক্স  


মন্তব্য করুন


টেক ইনসাইড

আজ গুগলের ২৫তম জন্মদিন

প্রকাশ: ১০:০০ এএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেলো বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের। আজ, বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগলের ২৫তম জন্মদিন। এ উপলক্ষ্যে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে। এই ডুডলে গুগলের শুরুটা হয়েছিল কীভাবে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল।

১৯৯৮ সালে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু হয় সার্চ ইঞ্জিন গুগলের। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে পাঁচশো কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয় এই গুগল।

মজার ব্যাপার হলো, গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম রাখা হয়েছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (Google) হয়ে যায়। ১৯৯৮ সালে গুগল এক লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, মানচিত্র ওয়েজ ও ম্যাপস, ক্লাউড কম্পিউটিং সেবা ক্লাউড, ওয়েবসাইট দেখার সফটওয়্যার ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পরিধেয় প্রযুক্তি পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ।

প্রায়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি গুগল। অচিরেই হয়তো আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবে।


ইন্টারনেট   তথ্য প্রযুক্তি   প্রযুক্তি   গুগল   জন্মদিন  


মন্তব্য করুন


টেক ইনসাইড

এখন থেকে কথা বলা যাবে চ্যাটজিপিটি-এর সাথে

প্রকাশ: ০১:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

এখন থেকে চ্যাটজিপিটি -এর সাথে কথাও বলা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত এ চ্যাটবট সব কথাবার্তা শুনতে পারবে। জনপ্রিয় চ্যাটবট-এর পিছনের স্টার্টআপ ‘ওপেনএআই’, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয়। এই ঘোষণায় বলা হয়েছে যে এতে নতুন বৈশিষ্ট্যগুলি সংযুক্ত করা হয়েছে যাতে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি-এর সাথে কথা বলতে পারে।

সোমবার একটি কোম্পানির ব্লগ পোস্টে, ওপেনএআই জানায় যে কীভাবে এই নতুন বৈশিষ্ট্যটি "পরিবারের জন্য একটি শয়নকালীন গল্পের অনুরোধ করতে বা ডিনার টেবিলের বিতর্ক নিষ্পত্তি করতে" ব্যবহার করা যেতে পারে।

এদিকে ওপেনএআই -এর নতুন ভয়েস বৈশিষ্ট্যগুলির সাথে বর্তমানে অ্যামাজনের এর অ্যালেক্সা বা অ্যাপেলের ছিরি ভয়েস অ্যাসিস্ট্যান্টদের গুলির সাথে মিল রয়েছে৷

ওপেনএআই দ্বারা শেয়ার করা নতুন আপডেটের একটি ডেমোতে দেখা যায়, একজন ব্যবহারকারী চ্যাটজিপিটি--কে "ল্যারি নামের সুপার-ডুপার সূর্যমূখী তেল" সম্পর্কে একটি গল্প নিয়ে কথা বলতে বলেন। দেখা যায় যে, চ্যাটবট উচ্চস্বরে মানব শব্দযুক্ত কণ্ঠস্বরে একটি গল্প বর্ণনা করতে সক্ষম যা এইসব প্রশ্নেরও উত্তর দিতে পারে। যেমন, "তার বাড়িটি কেমন ছিল?" এবং "তার সবচেয়ে ভালো বন্ধু কে?"

ওপেনএআই ব্লগপোস্টে বলেছে, চ্যাটজিপিটি -এর ভয়েস ক্ষমতা একটি নতুন টেক্সট-টু-স্পিচ মডেল দ্বারা চালিত, যা কোনো লেখা থেকে মানুষের মতো অডিও তৈরি করতে পারবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। সংস্থাটি যোগ করেছে যে এটি পেশাদার ভয়েস অভিনেতাদের সাথে পাঁচটি ভিন্ন ভয়েস তৈরি করতে সহযোগিতা করেছে, যা চ্যাটবটকে অ্যানিমেট করতে ব্যবহার করা যেতে পারে।

জানা গেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে অ্যাপটিতে নতুন বৈশিষ্ট্যগুলি যুক্ত করা হবে চ্যাটজিপিটি প্লাস এবং এন্টারপ্রাইজ পরিষেবার অর্থপ্রদানকারী সাবস্ক্রাইবারদের জন্য (প্লাস পরিষেবার সদস্যরা প্রতি মাসে ২০ ডলার এবং এর এন্টারপ্রাইজ পরিষেবা বর্তমানে শুধুমাত্র ব্যবসায়িক ক্লায়েন্টদের জন্য দেওয়া হচ্ছে)।


চ্যাটজিপিটি   ওপেনএআই  


মন্তব্য করুন


টেক ইনসাইড

সামনে এল এআই প্রযুক্তির আরও ভয়ংকর রূপ, ছড়িয়ে পড়ছে ডিপফেক!

প্রকাশ: ০২:০৩ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই প্রযুক্তি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেশ কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে আলোচনায় এই এআই প্রযুক্তি। তবে যেকোনো সময়ই এটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে- এমন শঙ্কা আগে থেকেই করে আসছিলেন বিশেষজ্ঞরা। অতীতে বিভিন্ন ঘটনায় এর প্রমাণও হয়েছে। এবার প্রকাশ্যে এলো আরো ভয়ঙ্কর তথ্য। এআই প্রযুক্তি দিয়ে মানুষের হাইপার-রিয়ালিস্টিক প্রতিরূপ তৈরির প্রযুক্তি ডিপফেক ক্রমশ বিশ্বজুড়ে ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্পেনের বাদাহো প্রদেশে এআই দিয়ে তৈরি অপ্রাপ্তবয়স্কদের নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ডিপফেকের ভয়াবহ প্রভাব আবারও সামনে এসেছে। ইউরোপিয়ান টেলিকমিউনিকেশনস স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট (ইটিএসআই) ভুয়া কনটেন্ট তৈরিতে এআই ব্যবহারের ক্রমশ সহজলভ্যতার বিষয়ে সতর্ক করেছে।

এক প্রতিবেদনে এটি জানিয়েছে, এআই ব্যবহার করে কোনো ব্যক্তির সম্মানহানি থেকে শুরু করে ভুয়া কাগজপত্র দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা জনমত পরিবর্তনে প্রচারণা চালানো সবই করা সম্ভব।

২০১৯ সালে ডিপট্রেস নামক একটি প্রতিষ্ঠান ডিপফেক নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করে। তারা ইন্টারনেটে প্রায় পাঁচ লাখ ভুয়া ফাইল খুঁজে পায়। কোম্পানিটির আগের প্রতিবেদনের তুলনায় ওই বছরের প্রতিবেদনে অনলাইনে ডিপফেক ছড়িয়ে পড়ার হার প্রায় শতগুণ বৃদ্ধি বলে উল্লেখ করা হয়।

কিন্তু এটি কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনের তথ্য। ডিপফেক কনটেন্টের প্রকৃত পরিমাণ নিয়ে কারো ধারণা নেই। তবে জানা গেছে, ডিপফেক ভিডিওর ৯৬ শতাংশ পর্নোগ্রাফি সম্পর্কিত। আর বর্তমানে ছবি, কণ্ঠস্বর, লেখা, নথিপত্র, ফেসিয়াল রেকগনিশন এবং এসবের সমন্বয় এআই দিয়ে তৈরি করা হচ্ছে।

বর্তমানে পর্নোগ্রাফি, জনমত বদলাতে ভুল তথ্য ছড়ানো, প্রকৃত কোনোকিছুকে ভুল প্রমাণ, ইন্টারনেট নিরাপত্তা আঘাত, নকল লেখক-অভিনেতা দিয়ে সিনেমা তৈরি ইত্যাদি ক্ষেত্রে ডিপফেকের বেশি ব্যবহার হচ্ছে।

সূত্র: এল পাইস


ইন্টারনেট   ডিপফেক   এআই প্রযুক্তি  


মন্তব্য করুন


টেক ইনসাইড

পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু

প্রকাশ: ০৮:৪৫ এএম, ২২ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে অথবা যে কোনো দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে থাকলে বা কোনো দুর্ঘটনার আশংকা থাকলে হটলাইন ১৬৯৯৯ নম্বরে কল করে জানান।

এর আগে, মিরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চার জন মারা যান।

নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী  মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (০৭ মাস) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, আজ রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


বিদ্যুৎস্পৃষ্ট   দুর্ঘটনা   হটলাইন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন