আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান যা বলে তারাও (বিএনপি) তাই বলে। কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে পাকিস্তানি চেতনা। তারা এমনটাই বলবে এটাই হওয়া সমীচীন।
আজ রবিবার
(২৬ মার্চ) ভোরে
সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর
শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা
বলেন তিনি।
ওবায়দুল
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়ার এখন অন্যতম
অঙ্গীকার।
এর আগে ভোর ৫টা
৫৭ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ
সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের
বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে
আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে
দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে
ফুল দিয়ে আবারও শ্রদ্ধা
নিবেদন করেন শেখ হাসিনা।
মন্তব্য করুন
মার্কিন
ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের
সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
তিনি বলেন,
‘ভিসানীতি ভোগাস। সব ফাঁকা আওয়াজ,
মাঠ অস্থিতিশীল করার অপচেষ্টা। লবিস্টের
ফিস হালাল করার পাঁয়তারা।’
শুক্রবার (২২
সেপ্টেম্বর) রাতে
বাংলাদেশিদের ভিসা প্রদানে যুক্তরাষ্ট্রের
বিধিনিষেধ আরোপ নিয়ে নিজের
ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সিদ্দিকী
নাজমুল আলম এসব কথা
বলেন।
এর আগে বাংলাদেশে গণতন্ত্র
ও নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী
ব্যক্তিদের ওপর আনুষ্ঠানিক ভিসানীতি
প্রয়োগে প্রক্রিয়া শুরুর কথা জানায় মার্কিন
যুক্তরাষ্ট্র।
শুক্রবার
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সিদ্ধান্তের কথা
জানান।
বিবৃতিতে
ম্যাথিউ মিলার বলেন, পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী
বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের
ওপর ভিসা বিধিনিষেধ আরোপ
করার পদক্ষেপ নিচ্ছে।
এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন
দল এবং রাজনৈতিক বিরোধী
দলের সদস্য রয়েছেন।
তিনি
বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু
নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
হয় তার সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ।
ভিসানীতির
আওতায় চিহ্নিত ব্যক্তি এবং তাদের পরিবারের
সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে
বিবেচিত হতে পারে।
বাংলাদেশে
গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী
বা জড়িত বলে প্রমাণিত অতিরিক্ত
ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে
মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে
বিবেচিত হতে পারে।
এর মধ্যে বর্তমান এবং সাবেক বাংলাদেশি
কর্মকর্তা, বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক
দলের সদস্য এবং আইন প্রয়োগকারী,
বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর
সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছে।
মন্তব্য করুন
বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল বিএনপি
মন্তব্য করুন
অধিকার আদিলুর রহমান খান সুশীল সমাজ বিএনপি অসাম্প্রদায়িক চেতনা
মন্তব্য করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি এক দফা আন্দোলন সরকার পতন আন্দোলন নির্বাচন
মন্তব্য করুন
নির্বাচন আন্দোলন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন প্রাক পর্যবেক্ষক দল
মন্তব্য করুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তাকে এখন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়ার লিভারে পানি জমছে এবং এই পানি বের করতে হচ্ছে। পানি বের করতে গেলে তিনি সংকটাপন্ন হয়ে পড়ছেন। তখন তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। তার অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এছাড়াও তাঁর হিমোগ্লোবিনও কমে গেছে। লিভার সিরোসিস এর কারণে এই ধরনের রোগীদের যে চিকিৎসা দেওয়া দরকার সব চিকিৎসাই এভারকেয়ার হাসপাতালে আছে। তবে বিএনপির চিকিৎসক এবং বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করছেন যে, তার লিভার সিরোসিস এর চিকিৎসার জন্য লিভার প্রতিস্থাপন করা দরকার। কিন্তু চিকিৎসকরা বলছেন, ৭৮ বছর বয়সী একজন প্রবীণ মানুষের জন্য লিভার প্রতিস্থাপনের মতো জটিল কাজটা কতটুকু করা সম্ভব এবং এটি কতটা নিরাপদ সেটি আলোচনার দাবি রাখে।
আবেদনিক অর্থে তারা সুশীল বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। মুক্তবুদ্ধি চর্চা করেন, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক এবং সমাজ দর্শনকে উর্ধ্বে তুলে ধরেন, একটি সাম্য ভিত্তিক এবং সুশাসনের রাষ্ট্র চান। কিন্তু তারাই এখন আবার বাংলাদেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তির মদদ দাতা এবং উগ্র মৌলবাদী গোষ্ঠীকে ইন্ধন দিচ্ছেন। তারাই এখন বিএনপির পরামর্শক হয়েছেন। বাংলাদেশের সুশীল সমাজের এই দ্বৈত আচরণ আবার নতুন করে সামনে এসেছে। বাংলাদেশের সুশীল সমাজের একটি বড় পরিচয় ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং স্বাধীনতার চেতনাকে তারা উর্ধ্বে তুলে রাখতে চায় এবং এগিয়ে নিতে চান। আর এই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হোক, বাংলাদেশে ধর্মীয় উন্মাদনা যেন সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক শক্তির যেন বিষ বাষ্প ছড়াতে না পারে এরকম একটি পরিবেশ পরিস্থিতি চান। কিন্তু ইদানিং তারা বিএনপির সমর্থক হয়েছেন।
বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন করছে। টানা কর্মসূচির মধ্যে আজও তারা কিছু কর্মসূচি পালন করেছে। তবে এই কর্মসূচির মধ্যে বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এমন গুঞ্জনও রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচন কেন্দ্রিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। সরকার নির্বাচনের জন্য প্রশাসন সাজিয়েছে, এক তরফা ভাবে নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য মামলা হামলা ইত্যাদি দিচ্ছে এরকম নানা অভিযোগ তিনি সামনে এনেছেন।