কালার ইনসাইড

ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের জন্য বঙ্গ'র সাথে ফের চুক্তিবদ্ধ হলেন অমি

প্রকাশ: ০৮:২৮ পিএম, ২৫ মে, ২০২৩


Thumbnail

বর্তমান সময়ের ‘হিটমেশিন’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ পেয়েছে তুমুল জনপ্রিয়তা। গত ঈদে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন ছোটপর্দার নির্মাতা আরেফিন অমি। ‘হোটেল রিল্যাক্স’ নামের ৬ পর্বের সিরিজটি দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।  

মুক্তির পর একটি মাইলফলক তৈরী হয়েছে হোটেল রিল্যাক্স দিয়ে। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে ৫ কোটি মিনিট পেইড ভিউস পেয়ে নুতন রেকর্ড গড়েছে ওয়েব সিরিজটি। সেই রেশ যেতে না যেতেই নতুন খবর পাওয়া গেলো। ফের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ'র সাথে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন অমি। বৃহস্পতিবার বঙ্গ'র কার্যালয়ে নতুন কাজের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। 



জানা গেছে 'আন্ডারওয়ার্ল্ড' শিরোনামের একটি ওয়েব সিরিজ ও 'অসময়' নামের একটি ওয়েব ফিল্ম নির্মাণ করবেন অমি। 


 

কাজল আরেফিন অমি   ব্যাচেলর পয়েন্ট  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তৃতীয় সপ্তাহে বাংলাদেশের কয়টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জওয়ান’?

প্রকাশ: ০৫:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

প্রতিদিন বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়ছে বলিউড বাদশাহ শাহরুখের ‘জওয়ান’ সিনেমা। বিশ্বের অন্যান্য দেশের সাথে এ সিনেমা বাংলাদেশেও একইদিনে মুক্তি পেয়েছে। মুক্তি পর থেকে বাংলাদেশে বেশ ব্যবসা করছে সিনেমাটি। সিনেপ্লেক্সে এখনো টিকেট পাওয়া বেশ কষ্টকর।

‘জওয়ান’ সিনেমাটির বাংলাদেশে অন্যতম আমদানিকারক পরিচালক অনন্য মামুন জানান, জওয়ান তৃতীয় সপ্তাহে মোট ৪৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ১৮৯টি শো দেখা যাবে।

অনন্য মামুন বলেন, আমরা তো বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই কিন্তু হলের অবস্থা ভালো নয়, তাই মুক্তি পায়নি। তবে শোয়ের সংখ্যা বেড়েছে সিনেপ্লেক্স ।’

গৌরী খান প্রযোজিত ‘জওয়ান’ সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ভারতের যশরাজ ফিল্মস। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। অ্যাটলি কুমার পরিচালিত সিনেটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও আছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তসহ অনেকেই।


জওয়ান   বলিউড   বাদশা   শাহরুখ খান   বাংলাদেশ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

উচ্ছ্বসিত অভিনেত্রী মুনমুন

প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

মুনমুন আহমেদ মুন ছোট পর্দার দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। খুব অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। শুরুতে সব ধরনের কাজে দেখা গেলেও এখন এই অভিনেত্রী কাজ করছেন বেছে বেছে। ভিউয়ের দৌড়েও পিছিয়ে নেই মুনমুন। কাজ করছেন নিয়মিত।

সম্প্রতি অভিনেত্রী ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। সদ্যই এর সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয় ২০১৯ সালের ফল সেমিস্টার থেকে ২০২৩ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত সময়ে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ৩ হাজার ১০৯ শিক্ষার্থীর জন্য।

এমন সাফল্যে উচ্ছ্বসিত মুনমুন। এই অর্জন বাবা-মাকে উৎসর্গ করেছেন তিনি। মুনমুন জানিয়েছেন তার এই জার্নিটা মোটেও সহজ ছিল না। কারণ, শোবিজে কাজের শুরুতে পরিবারের অনাগ্রহ ছিল। তবে এখন পুরোপুরি সহযোগিতা পাচ্ছেন তিনি। সে সময় কাজ করলেও পড়ালেখা নিয়মিত চালিয়ে নেওয়ার জন্য পরিবারের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়েছিল তাকে। মুনমুন কথা রেখেছেন। তার এমন সাফল্যে খুশি পরিবার।

অনুভূতি ব্যক্ত করে মুনমুন বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। কারণ দীর্ঘ চার বছরের জার্নির ইতি হলো। পেশার পাশাপাশি পড়ালেখা চালিয়ে নেওয়া কঠিন। ঠিক মতো শেষ করতে পারায় অনুভূতি খুবই ভালো। বাবা-মা চান দেশের বাহিরে গিয়ে এমবিএ করি। কিন্তু আমি দেশেই করতে চাই।

বর্তমানে একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মুনমুন। এরই মধ্যে শেষ করেছেন সকাল আহমেদ পরিচালিত ‘হাতুড়ে ডাক্তার’। প্রচারের অপেক্ষায় আছে ‘হ্যালো বেয়াইন’। শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভির পর্দায় প্রচারিত হবে ‘গিরিবাজ জুম্মান’। এটি রচনা ও পরিচালনা করেছেন আনোয়ার হোসেন।

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করতে চান মুনমুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভালো গল্প পেলে সিনেমায় কাজ করব। সবার মতো আমিও বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখি। নিজেকে তৈরি করে সেই জার্নিতে যুক্ত করতে চাই। সবকিছু মিলিয়ে ভালো গল্প ও চরিত্র পেলে অচিরেই দেখা যেতে পারে।


অভিনেত্রী   মুনমুন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মা হওয়া নিয়ে মুখ খুললেন ঋতাভরী

প্রকাশ: ০৪:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বৃহস্পতিবার বিকেল থেকেই টালিউডজুড়ে আলোচনার ঝড় বইছে নায়িকা ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে। তিনি মা হওয়ার খবর জানিয়েছেন সমাজিক যোগাযোগমাধ্যমে! এরপর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন এ নায়িকা।

শুধু তা-ই নয়, অনুরাগীদের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, তার অনাগত সন্তানের পিতা কে? ঋতাভরী কি সত্যিই মা হচ্ছেন? প্রকৃত সত্য জানা গেল আজ ।

ঋতাভরী কেরিয়ারের নতুন বাঁকে উপস্থিত। খুব শিগগিরই তিনি ওটিটিতে পা রাখতে যাচ্ছেন। ‘নন্দিনী’ নামের এই ওয়েব সিরিজে ঋতাভরীর চরিত্রটি আসলে একজন ‘অন্তঃসত্ত্বা’র। তাই পুরোটাই ছিল সিরিজের প্রচার কৌশলের অংশ মাত্র। এতে তিনি পুরোটাই সফল হয়েছেন।

বৃহস্পতিবার অভিনেত্রীর পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তারপর থেকেই একের পর এক ফোনে রীতিমতো বিরক্ত ঋতাভরী।

এ চরিত্র প্রসঙ্গে ঋতাভরী বললেন, ‘চিত্রনাট্য পরেই চমকে গিয়েছিলাম। থ্রিলার না কি ভূতের গল্প, সেটাই আমাকে ভাবিয়েছিল। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সে কী করে তার মা’কে ফোন করে।’

এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করলেন ঋতাভরী। কতটা আশাবাদী তিনি? এ প্রসঙ্গে ঋতাভরী বলেন, ‘আমি খুবই উত্তেজিত এবং ‘নন্দিনী’র মতো একটা সিরিজের মাধ্যমে যে আমার ওটিটি যাত্রা শুরু হচ্ছে সেটা ভেবে আরও ভালো লাগছে।’

একই সঙ্গে জানালেন মা হতে যাওয়া চরিত্রে অভিনয় করাটাও তার কাছে বেশ কঠিন ছিল। কারণ ঋতাভরীর কথায়, ‘প্রতিটি পর্বের সঙ্গে একজন মায়ের গর্ভাবস্থার বিভিন্ন দিকগুলো আমাকে ফুটিয়ে তুলতে হয়েছে।’

স্নিগ্ধা (সিরিজে ঋতাভরীর চরিত্র) মা হতে চলেছে। খুশির খবরে পরিবারে আনন্দের পরিবেশ। কিন্তু ডাক্তার জানায় তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। ফলে গর্ভপাত ছাড়া অন্য কোনো পথ নেই। এ দিকে গভীর রাতে এক রহস্যময় কণ্ঠস্বর স্নিগ্ধাকে জানায় তার সন্তান বেঁচে আছে।

স্মিগ্ধা জানতে পারে ফোনের ওপারের কণ্ঠস্বরটি আসলে তারই সন্তানের! আরও ঘনীভূত হয় রহস্য। ফলক মীর পরিচালিত এ সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য। সিরিজটি আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমস-এ মুক্তি পাওয়ার কথা।


ঋতাভরী   টালিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

রাখির জন্য দুই যুবক আত্মহত্যা করেছে: তনুশ্রী দত্ত

প্রকাশ: ০৩:৪২ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত রাখি সাওয়ান্তকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। আদিল খানের সাথে রাখির টানাপোড়েনকে কেন্দ্র করেই রাখির বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুললেন তিনি।

ভারতীয় একটি গণমাধ্যমকে তনুশ্রী জানান, সব সময়ই মিথ্যা কথা বলেন রাখি। ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সাথে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। রাখি আসলে একটা ডাইনি।

সম্প্রতি রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায় এসেছে। জেল থেকে বেরিয়েই রাখির বিরুদ্ধে নগ্ন ভিডিও তৈরির অভিযোগ করেছিলেন তার সাবেক স্বামী আদিল খান দুরানি। এবার রাখি পাল্টা নগ্ন ভিডিও তৈরির অভিযোগ আনলেন। শুধু তাই নয়, রাখির অভিযোগ, লাখ লাখ টাকায় আদিল তার নগ্ন ভিডিও বিক্রি করেছে।

একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাখি আদিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। জানান, তার জন্য নয়, নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয় মাস জেলে ছিলেন আদিল। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো।

রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত রুচির শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তার একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, এই দেখুন ৪৭ লাখ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।

নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি। এর আগে আদিল বলেছিলেন, রাখির মতো নারীদের সঙ্গে কথা বলাও বিপজ্জনক। সংবিধানে নারীসুরক্ষার যে আইন রয়েছে তা ব্যবহার করে যা খুশি তাই করতে পারে।

আদিলের অভিযোগ, আগের স্বামী রীতেশ সিংকে ডিভোর্স না দিয়েই তাকে নিকাহ করেছিলেন রাখি। অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আদিলের থেকে সাত বছরের বড়।

কিন্তু আদিলের দাবি, তিনি রাখির থেকে ১৯ বছরের ছোট। ভিডিও কল সেশনে রাখি তার নগ্ন ভিডিও শুট করেছিল বলেও আদিল অভিযোগ করেন।



রাখি   দুই যুবক   আত্মহত্যা   তনুশ্রী দত্ত  


মন্তব্য করুন


কালার ইনসাইড

'আমার চোখের জল মোছার মতো পাশে কেউ ছিল না'

প্রকাশ: ০৩:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail বলিউড অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি

বলিউড অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। তবে ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘোরাতে পারেনি। তেমন নজরে আসেননি শ্রেয়া। 

পরবর্তী সময়ে অ্যামাজন প্রাইম শোর ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয় করে এসেছিলেন আলোচনায়। ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’তে সাংবাদিকের চরিত্রে দেখিয়েছেন তাঁর অভিনয়দক্ষতা। এরপর ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন শ্রেয়া। আর বালকির ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ ছবিতে তাঁর অভিনয় বেশ সাড়া ফেলে। এবার তাঁকে সদ্য দেখা গেছে নেটফ্লিক্সের ‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজে।

ফিল্ম ফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া তাঁর শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন। পরিবারকে ছেড়ে একা একা বেকার হয়ে মুম্বাই শহরে থাকার যে কী কষ্ট, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এ অভিনেত্রী। শ্রেয়া স্মৃতিচারণায় বলেছেন, ‘১০ বছর আগে আমি এই শহরে এসেছিলাম। আর তখন থেকে নিজেকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করে যাচ্ছি। প্রতিদিন অডিশন দিতাম আর প্রত্যাখ্যাত হতাম। আমার চোখের জল মোছার মতো পাশে কেউ ছিল না। নীরবে কাঁদতাম, নিজের চোখের জল মুছতাম।

এমন হয়েছে যে নিজেকে নিয়ে নিজেই হাসতাম। কী করছি আমি!’ আবেগাপ্লুত হয়ে শ্রেয়া বলেন, ‘অডিশন দেওয়ার সময় সেজেগুজে যেতে হয়। যেন দেখতে সুন্দর লাগে। মানে মেকআপ, চুল সব পারফেক্ট হওয়া চাই। ট্রেনে চেপে আবার কখনো অটোতে করে অডিশন দিতে যেতে হতো। স্টুডিওতে গিয়ে যখন পৌঁছাতাম, তখন আমার অবস্থা খারাপ। ঘেমে ভিজে একাকার। অনেক সময় ট্যাক্সিতে চেপে অডিশন দিতে গিয়েছি, সেদিন তো টাকা বাঁচাতে লাঞ্চ করতাম না। নিজের স্বপ্নকে ধাওয়া করতে করতে অনেক দিন ক্ষুধার্ত কাটিয়েছি আমি।’ শ্রেয়া বলেছেন, ‘অভিনয়ে আসার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আমার নিজের। তাই আমি আমার এই স্বপ্নের বোঝা আমার বাবা-মায়ের ওপর চাপিয়ে দিতে চাইনি।’

বহিরাগত বনাম তারকাসন্তান—এই বিতর্ক বিটাউনে চলেই আসছে। এ প্রসঙ্গে শ্রেয়ার ভাষ্য, ‘এটা ঠিক, তারকাসন্তানদের এই সংগ্রামের মধ্যে যেতে হয় না।

মাসের শেষে তাঁদের বাড়িভাড়াসহ অন্যান্য বিল মেটানোর কথা ভাবতে হয় না। তাঁদের বাড়ির দোরগোড়ায় ২৪ ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকে। তাঁদের আশপাশে সব সময় প্রিয়জনেরা থাকেন। আর আমার মতো অন্যান্যের এই লড়াই একাই লড়তে হয়। তার ওপর আমাদের নিজেদের ফিটনেস থেকে সাজগোজ, সবকিছু বজায় রাখতে হয়। তাই তাঁদের আর আমাদের তুলনা কোনোভাবেই টানা যায় না।’



শ্রেয়া ধন্বন্তরি   ইমরান হাশমি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন