নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ এএম, ১২ অক্টোবর, ২০২১
সৌদি আরবে যাওয়ার পথে বিমানবন্দরে কৌশলে তাঁর ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। এরপর মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর ২০ বছরের কারাদণ্ড হয় আবুল বাশারের। তাঁর প্রতারিত হওয়ার ঘটনা জানতে পেরে দণ্ড বাতিলের জন্য সৌদি আরবের আদালতে আপিল আবেদন করেছে বাংলাদেশ।
গত সোমবার জেদ্দা কনস্যুলেট এক চিঠিতে পররাষ্ট্র সচিব ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবকে এ তথ্য জানিয়েছে।
জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আপিল আবেদন জমা দেওয়ার জন্য আমিনুল ইসলাম ছাড়াও কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামান এবং অনুবাদক ও আইন সহকারী সালেহ আহমেদ যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন।
আমিনুল ইসলাম জানান, তাঁরা ঢাকা থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পাঠানো কাগজপত্র, প্রতিবেদন, ভিডিও ক্লিপ, কনস্যুলেট থেকে পাঠানো ‘নোট ভারবাল’, চিঠি, রায় পর্যালোচনা ইত্যাদি পারিপার্শ্বিক অবস্থার সার্বিক বিশ্লেষণ করেন।
এরপর কনস্যুলেটের আইন সহকারীদের সহায়তা ও কয়েকজন আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী আবুল বাশারের পক্ষে আপিল আবেদন প্রস্তুত করেন। নির্দোষ হয়েও আবুল বাশারকে যেন দণ্ড ভোগ করতে না হয়, সেজন্য আইনজীবী নিয়োগ করা প্রয়োজন বলে কনস্যুলেট চিঠিতে জানিয়েছে।
ওই একই চিঠিতে আবুল বাশারের পক্ষে সম্ভাব্য যে আইনজীবী আইনি লড়াই করবেন, তাঁদের নামের তালিকাও পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনজীবীর খরচ বাবদ ৬ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দের আবেদন জানিয়েছে কনস্যুলেট। আগামী ২৪ অক্টোবরের মধ্যে আইনজীবী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর আবুল বাশারের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছে কনস্যুলেট।
মন্তব্য করুন
মাঙ্কিপক্স টিকা শতভাগ কার্যকরী নয় ডব্লিউএইচও
মন্তব্য করুন
মন্তব্য করুন
মাংকিপক্স নাম ‘ট্রাম্প-২২’ রাখার প্রস্তাব
মন্তব্য করুন
রাশিয়া জ্বালানি তেল আমদানি মিয়ানমার
মন্তব্য করুন
জার্মানি পোল্যান্ড নদী মাছ মৃতদেহ
মন্তব্য করুন