ইনসাইড পলিটিক্স

প্রতিহিংসার রাজনীতি: আয়নায় নিজের মুখ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০০ পিএম, ২৮ জুলাই, ২০১৮


Thumbnail

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সম্প্রতি হামলা হয়েছে। বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন পেতে গত ২২ জুলাই কুষ্টিয়া আদালতে গিয়েছিলেন মাহমুদুর রহমান। সেখানে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা ও তথাকথিত সুশীল সমাজ সরকারের নিন্দায় মুখর হয়ে উঠেছে। একথা বারবার বলা হচ্ছে, দেশে বাকস্বাধীনতা নেই, ভিন্নমতের প্রতি সহিষ্ণুতা নেই। রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করার কারণে সমালোচিত হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।

সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলা অবশ্যই নিন্দনীয় কাজ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা সত্যিকে খণ্ডিত ভাবে দেখি। একটি ইস্যু নিয়ে আলোচনা করতে গেলে যে এর পেছনের কারণ দেখতে হয়, ইস্যুর উৎপত্তি নিয়ে আলোচনা করতে হয় সেটি আমাদের মনে থাকে না।

এই হামলার নিন্দা যারা করছেন তাঁরা অচেতন বা সচেতনভাবেই বিএনপি-জামাত জোট সরকারের সময় সংগঠিত রাজনৈতিক প্রতিহিংসামূলক সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর কথা উল্লেখ করছেন না। সমালোচকরা বলছেন না, কোন কোন ঘটনা মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে যে কারণে আজকে মাহমুদুর রহমানের ওপর হামলার মতো ঘটনা ঘটলো।

দেশে বাক স্বাধীনতা নেই এমন অভিযোগের প্রসঙ্গে মনে করিয়ে দেওয়া প্রয়োজন, বিএনপি শাসনামলে কুষ্টিয়ার সাংবাদিক নির্যাতন বিরোধী সমাবেশে সাংবাদিক নেতা ও অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছিল। ইকবাল সোবহান চৌধুরী স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতিতে ঢাকায় পালিয়ে যাওয়া চার সাংবাদিককে নিয়ে ২০০৬ সালের ২৯ মে তারিখে অনুষ্ঠিত এই সমাবেশে আসেন। সঙ্গে ছিলেন সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, গাজী আজমল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখার সময় ফরিদপুরের সাংবাদিক নেতা লায়েকুজ্জামান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘একটি রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করতে পারে।’ এই বক্তব্যের পরই আগে থেকে হামলার প্রস্তুতি নিয়ে রাখা  ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা সমাবেশে অতর্কিত হামলা চালায়। জেলা বিএনপি অফিস থেকে বের হয়ে তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে সমাবেশস্থলে আসে। সমাবেশস্থল কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হয়ে তাঁরা মারপিট-ভাংচুর শুরু করে। এতে রক্তাক্ত হন ইকবাল সোবহান চৌধুরী। আহত হয়েছিলেন আরও ২৩ জন সাংবাদিক।

অবজারভার সম্পাদকের মতোই শাহরিয়ার কবির ও মুনতাসির মামুন আওয়ামী লীগের পদধারী নেতা নন। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়ার কারণে শিক্ষা-সংস্কৃতি জগতের এই দুই ব্যক্তিও বিএনপির প্রতিহিংসার রাজনীতির হাত থেকে রক্ষা পাননি।

জোট সরকারের আমলে ২০০২ সালের ৭ ডিসেম্বরে ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলা চালানো হয়। জঙ্গি সংগঠন জেএমবির সংঘটিত এই বোমা হামলায় ১৮ জন নিহত ও দুই শতাধিক লোক আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের সেই সময়ের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, লেখক মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ ৩১ জনকে, যা ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত । অবশ্য ২০০৭ সালে তাঁরা এই মিথ্যা মামলার দায় থেকে নিষ্কৃতি পান।

শাহরিয়ার কবির এর আগেও বিএনপির অপরাজনীতি প্রত্যক্ষ করেছেন। ক্ষমতায় আসার পরপরই বিএনপি-জামাত জোট সরকার দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতন শুরু করে। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০১ সালের ৮ অক্টোবর রাতে মাত্র ১৩ বছরের কিশোরী পূর্ণিমা রানী শীলকে গণধর্ষণ করে বিএনপি-জামাত জোটের সন্ত্রাসীরা। ঘটনার পরপরই ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক তাকে দেখতে উল্লাপাড়ায় আসেন। সে সময় পূর্ণিমার সঙ্গে দেখা করতে শাহরিয়ার কবিরদের বাধা দেওয়া হয়, তাঁদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা তো চলছিলই। একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, আহসানউল্লাহ্‌ মাস্টার ও শাহ এ এম এস কিবরিয়ার মতো জনপ্রিয় নেতাদের হত্যাকাণ্ড ঘটিয়েছে তৎকালীন সরকারের সন্ত্রাসীরা। এগুলো ছাড়াও তাঁদের নির্যাতনের তালিকা অনেক লম্বা যা বর্তমানে নিরপেক্ষ বুদ্ধিজীবী সমাজ ভুলে গেছে।

আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তি। কিন্তু তাঁকেও হেনস্থা করতে ছাড়েনি বিএনপি-জামাত জোট সরকার। অন্য কোনো অভিযোগ না পেয়ে তাঁর বিরুদ্ধে প্লেট চুরির মামলা দিয়েছিল তাঁরা। এই হাস্যকর মামলায় গ্রেপ্তার করে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে চালানো হয়েছিল অমানুষিক নির্যাতন।

এছাড়া বিভিন্ন সময়ে বিএনপির সন্ত্রাসীদের হাতে অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমসহ আরও অনেকে।

অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করে দেখুন। আজ বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাবশত কারান্তরীণ করেছে সরকার। অথচ খালেদা জিয়া কারাবন্দী আছেন আইন-আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়ে। রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ টানতে গেলে বরং শেখ হাসিনার প্রতি ক্ষমতায় থাকাকালীন বিএনপি-জামাত জোট সরকারের আচরণের কথাই উল্লেখ করতে হয়।

সেই দিনটি ছিল ২০০২ সালের ৩০ আগস্ট।  যশোর যাওয়ার পথে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায় জোট সরকারের সন্ত্রাসীরা। কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার ওপর একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) আড়াআড়ি ফেলে রেখে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ দলীয় অনেক নেতাকর্মী আহত হন। আর এই হামলার নির্দেশ দিয়েছিলেন জেলা বিএনপির সভাপতি ও তৎকালীন সাংসদ হাবিবুল ইসলামের হাবিব ও বিএনপি নেতা রঞ্জু।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এবার হামলার শিকার হলেন বিএনপি-জামাতের পক্ষ হয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে মিথ্যাচার করা মাহমুদুর রহমান। বিএনপি-জামাত যতই হত্যার রাজনীতি করুক, গণতান্ত্রিক দল আওয়ামী লীগের সময়ে এই ধরনের ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ একজন অপরাধীর বিচার করতে হবে আইন-আদালতের মাধ্যমে৷ নিজের হাতে আইন তুলে নেওয়া কখনোই সমাধান নয়৷

কিন্তু এত কিছুর পরও একটি কথা থেকে যায়৷ কথাটি হলো, দিনশেষে আমরা সবাই মানুষ। রক্ত-মাংসে গড়া মানুষ। আমাদের মধ্যে ভালোবাসা, ক্ষমার মতো ইতিবাচক বৈশিষ্ট্য যেমন রয়েছে, তেমনি রাগ-ক্ষোভ, ঘৃণার মতো নেতিবাচকতা থেকেও আমরা মুক্ত নই। তাই দিনের পর দিন বিএনপি সরকারের অন্যায়, নির্যাতনের শিকার হওয়ার পর, মাহমুদুর রহমানের কলম সন্ত্রাসের শিকার হওয়ার পর ছাত্রলীগের একটি অংশের ধৈর্য্যের বাধ যদি ভেঙেই যায় তাহলে আমরা তার সমালোচনা করতে পারি, কিন্তু বিস্মিত হতে পারি না।

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, সাংবাদিক সমাবেশে হামলা কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলার প্রচলন যদি বিএনপি সরকার না করতো তবে মাহমুদুর রহমানকে আজকে এই দিন দেখতে হত না। আজ যারা আমার দেশ সম্পাদকের ওপর হামলার ঘটনায় ঘৃণায় ভাষা হারিয়ে ফেলছেন তাঁদেরকে মনে রাখতে হবে, প্রতিহিংসার রাজনীতি বিএনপিই প্রথম চালু করেছিল। আওয়ামীলীগ ক্ষমতায় এসে যে সেই প্রতিহিংসার সিকিভাগও ফেরত দেয়নি এই কথা স্বীকার করতেই হবে।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ

 

 



মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

উপজেলা নির্বাচন: ভোটে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে শোকজ

প্রকাশ: ১০:৫২ এএম, ২৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার বিএনপিপন্থি দুই প্রার্থীকে শোকজ করা হয়েছে।

বিএনপি থেকে শোকজ করা দুই প্রার্থী হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৬ নং বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার (কাপ পিরিচ প্রতীক) ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসা (চশমা প্রতীক)।

গতকাল বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অফিসিয়াল প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা।

দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্যকোনো মাধ্যমে পত্র প্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

কারণ দর্শানোর নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৬ নং বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। যথাযথ সময়ে আমি নোটিশের জবাবও দেব। তবে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি জনগণের চাপে পড়ে প্রার্থী হয়েছি। দলীয় সিদ্ধান্ত যাই হোক না কেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে শেষ পর্যন্ত আমি নির্বাচনী মাঠে থাকব। আমি টানা ১৯ বছর বয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছি। যার ফলে পুরো উপজেলায় আমার একটা অবস্থান রয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি আগামীতে পথ চলতে চাই। আশা করি, এ নির্বাচনে আপামর জনগণ আমার পাশে থাকবে এবং নির্বাচনে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।

তবে বিএনপিপন্থি ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসাকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ হয়নি।


উপজেলা নির্বাচন   বিএনপি   শোকজ  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

বিএনপিতে গণ বহিষ্কারের সিদ্ধান্ত

প্রকাশ: ১০:৩০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

নির্বাচন বর্জনের সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা নির্বাচনে দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল বিএনপি। এবার সেই ঘোষণার বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গত জাতীয় নির্বাচনের মতো এবারও উপজেলা নির্বাচনও যে একতরফা নির্বাচন, তা বিশ্ববাসীকে দেখাতে চায় দলটি। এমন ভাবনা থেকে ইতোমধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রত্যাহার করতে হবে বলে দলের তৃণমূলকে বার্তা দিয়েছে বিএনপি। তবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

অবশ্য এসব প্রার্থীর অনেকে এটি ‘দলীয় নির্বাচন নয়’ বলে দাবি করছেন, আবার কেউ কেউ ‘জনগণ তাদের চাচ্ছে’– এমন অজুহাত দেখাচ্ছেন। এমনকি দল থেকে বহিষ্কার হতে পারেন– সেই ভয় উপেক্ষা করেই নিজেদের এ অবস্থান জানান দিচ্ছেন তারা। আবার অনেকের দলে কোনো পদপদবিও নেই। অনেকে বহিষ্কৃত। এর পরও যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি হাইকমান্ড। শিগগির এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানা গেছে।

বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের মতো দলের এমন সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনেও বাস্তবায়ন করছে দলটি। এ জন্য দফায় দফায় তৃণমূল নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেন নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নেতারা এই নির্বাচনে না যাওয়ার পক্ষে মত তুলে ধরেন। সেখানে নির্বাচনে অংশগ্রহণকারী ইচ্ছুকদের প্রথমে কাউন্সেলিং, নির্বাচনে না যাওয়ার আহ্বানের পাশাপাশি দলের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নেন নেতারা। এর পরও যারা সিদ্ধান্ত অমান্য করবেন, তাদের বিষয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই উচ্চারণ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। 

এদিকে গত সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিষ্কারের বিষয়টি চূড়ান্ত করা হয়। তবে নির্বাচনে অংশগ্রহণকারী নেতারা বলছেন, স্থানীয় জনগণের চাপে তারা নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন। তাছাড়া যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না তাই তারা স্বতন্ত্র ভাবে নির্বাচন করছেন। আর তাই বহিষ্কারের বিষয়টি তারা আমলে নিচ্ছে না। তবে দল তাদের ব্যাপারে নমনীয় সিদ্ধান্ত নেবেন এমনটাও প্রত্যাশা নেতাকর্মীদের।

নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলার একটি উপজেলার বিএনপির প্রার্থী বলেন, মনোনয়নপত্র দাখিল করার পরে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে না যাওয়ার। সে ক্ষেত্রে নির্বাচন করব, দল যদি কোনো সিদ্ধান্ত নেয় নেবে।

বিএনপি   গণ বহিষ্কার   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় থানায় জিডি

প্রকাশ: ০৮:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ ওরফে খোকন এ জিডি করেন।

জিডিতে বলা হয়েছে, গত ২০ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এই সংবাদ সম্মেলনে সাংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী তার বক্তব্যে বলেছেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ২০ বছর যাবৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি পরিবহন সেক্টরে কোনো কাজ করেন নাই।’ 

একপর্যায়ে মোজাম্মেল হক চৌধুরী আরও বলেন, ‘যেহেতু আমাদের দেশে পদত্যাগের সংস্কৃতি নেই। সেহেতু মন্ত্রী ইচ্ছা করলে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করতে পারেন।’

জিডিতে শ্রমিক লীগের ওই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি যাত্রীদের কল্যাণ করবে এটাই তাদের কাজ। কিন্তু সুপরিকল্পিতভাবে মোজাম্মেল হক চৌধুরী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে মন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে। কারণ বর্তমান সরকার টানা চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। এখন সরকারের ক্ষমতা থাকার বয়স ১৫ বছর ৩ মাস। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সেখানে ২০ বছর মন্ত্রী থাকেন কীভাবে? মোজাম্মেল হক চৌধুরী সুপরিকল্পিতভাবে মন্ত্রী ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচারের বক্তব্যগুলো দেশের স্যাটেলাইট টেলিভিশনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। তার এই মিথ্যা ও বানোয়াট বক্তব্যে সরকারের সুনাম ক্ষুণ্ন ও মন্ত্রীর মানহানি হয়েছে। তাই বিষয়টি ভবিষ্যতের জন্য জিডি করে রাখা একান্ত প্রয়োজন।’

ওবায়দুল কাদের  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

‘আপনি কখনোই কোনো কথা শোনেন না, এটা ঠিক না’

প্রকাশ: ০৭:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের আত্মীয়-স্বজনদের আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হলেও সরে দাঁড়াননি অনেকে। এই নির্দেশনা দেয়ার পর প্রতিদিন দলের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের বিষয়টি নিয়ে কথা বলেছেন। ব্যক্তিগত ভাবেও তিনি একাধিক এমপির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা দলীয় নির্দেশনা অমান্য করেছেন। বিষয় বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে। গতকাল এ নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কথা বাহাস চলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের। 

গতকাল সন্ধ্যার পর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান শাজাহান খান। এ সময় তার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি তো কথা শুনলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তও মানলেন না।’

এ সময় সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতারা তিরস্কার করেন শাজাহান খানকে।

জানা গেছে, শাজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশে বলেন, রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিবুর রাজনীতিতে এসেছে। এ জন্যই সে প্রার্থী হয়েছে। জবাবে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপির স্বজনের নির্বাচন না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রতিউত্তরে শাজাহান খান বলেন, অনেকেরই নিকটাত্মীয় রাজনীতিতে আছেন।

ওবায়দুল কাদের এ সময় শাজাহান খানকে বলেন, ‘আপনি কখনোই কোনো কথা শোনেন না। এটা ঠিক না।’ এর জবাবে শাজাহান খান বলেন, ‘আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন। আগে জানালে ভালো হতো।’ তখন ওবায়দুল কাদের বলেন, ‘সিদ্ধান্তটি আমার নয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) কোন সিদ্ধান্ত কখন দেবেন, সেটা কি আমাদের জিজ্ঞাসা করে দেবেন?’

শাজাহান খানের উচ্চস্বরে কথা বলা নিয়ে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন। এ নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদেরও। তিনি শাজাহান খানের উদ্দেশে বলেন, ‘এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন। এর পরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন?

এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যনির্বাহী সংসদের দুই সদস্য আনিসুর রহমান ও সাহাবুদ্দিন ফরাজী, মশিউর রহমান হুমায়ুন, মাহফুজুল হায়দার চৌধুরী লোটন, বলরাম পোদ্দার এবং শাহজাদা মহিউদ্দিন।

ওবায়দুল কাদের   শাজাহান খান  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

ভিডিও ভাইরাল হওয়া সেই চামেলীকে অব্যাহতি

প্রকাশ: ০৭:৩১ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
 
এর আগে ওই নারী কাউন্সিলরের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ঘুরপাক খায়। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

আওয়ামী লীগ   ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন   রাজনীতি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন