নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ২১ জুলাই, ২০২১
ঈদুল আজহার দিনটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজাতেই কাটাচ্ছেন। বেগম জিয়ার ভাইসহ নিকটাত্মীয়রা তার সঙ্গে এদিন দেখা করতে ফিরোজায় আসবেন।
বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আজ ঈদুল আজহা উপলক্ষে বেগম খালেদা জিয়া একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন। কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে। এ ছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুটি গরু কোরবানি দেওয়া হয়েছে।
প্রতিবছর ঈদের দিন দুপুরে নিকটাত্মীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন বেগম খালেদা জিয়া। এবারও তার ভাই শামীম ইসকান্দার, তার পরিবারের সদস্য ও তার আরেক ভাই প্রয়াত সাঈদ ইসকান্দারের স্ত্রী ও পরিবারের অন্যরা বেগম খালেদা জিয়ার কাছে আসবেন। তারা দুপুরে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
আজ দলীয় কোনো নেতার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কোনো কর্মসূচি নেই। তবে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা স্থায়ী কমিটির কোনো সদস্য দেখা করতে পারেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন
জাতিসংঘ বিচারবহির্ভূত হত্যা বিএনপি
মন্তব্য করুন
মন্তব্য করুন
খালেদা জিয়া অসুস্থ শায়রুল কবির
মন্তব্য করুন
গাজীপুর আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম
মন্তব্য করুন
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
মন্তব্য করুন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট চারদিনের বাংলাদেশ সফর শেষ করে গতকাল চলে গেছেন। যাওয়ার আগে তিনি সংবাদ সম্মেলনে জাতিসংঘ এবং তার অবস্থান ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি কী ভাবেন সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় তার বিদায়ী সংবাদ সম্মেলনে। এই সফর ছিলো নানাদিক থেকে গুরুত্বপূর্ণ...