ওয়ার্ল্ড ইনসাইড

লকডাউনে চীনের ঝিয়ান


প্রকাশ: 23/12/2021


Thumbnail

কোভিডের প্রকোপ নিয়ন্ত্রণ করতে চীনের শানঝি প্রদেশের ঝিয়ান শহরের প্রায় ১৩ মিলিয়ন অধিবাসীকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে শহর কর্তৃপক্ষ। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত।  শহরটিতে গত দুই সপ্তাহে ১৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। 

বুধবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে এই ঘোষণা দেয়া হয়। নতুন ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অনুযায়ী প্রত্যেক বাড়ি থেকে প্রতি দুই দিনে একজন করে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বের হতে পারবে।  
 
কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ঝিয়ানের অধিবাসীদের শহরের বাইরে যাওয়া আপাতত নিষেধ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শহরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। ঝিয়ান থেকে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বিধিনিষেধ কতোদিন পর্যন্ত বহাল থাকবে, তা জানানো হয়নি।

কোভিডের প্রাদুর্ভাব ঠেকাতে চীন সরকার যথেষ্ট কঠোরতার পরিচয় দিচ্ছে। কারন আগামী বছরের ফেব্রুয়ারিতে ২০২২ শীতকালীন অলিম্পিকের আসর বসছে চীনে। চীন সরকার স্বীকার করেছে যে অলিম্পিক আসর আয়োজনে কোভিড-১৯ তাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭