ইনসাইড গ্রাউন্ড

ফেডারেশন কাপে বসুন্ধরার গ্রুপে মোহামেডান


প্রকাশ: 23/12/2021


Thumbnail

ফেডারেশন কাপ ফুটবলে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে সদ্য স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বি’ গ্রুপে ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা। গ্রুপ এ তে বসুন্ধরা কিংসের সঙ্গী মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। 

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে।

২০১২ সালে ঘরোয়া ট্রেবল জয়ের পথে শেখ রাসেল প্রথম ও শেষবার ফেডারেশন কাপের শিরোপার স্বাদ পেয়েছিল। ফেডারেশন কাপের রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী সবশেষ ২০১৮ সালে বসুন্ধরা কিংসকে হারিয়ে ট্রফি জিতেছিল।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা ও ১০ বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী স্বাধীনতা ক্রীড়া সংঘ। স্বাধীনতা কাপে আলো ছড়ানো নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের ভালো করার সুযোগ আছে।

টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ড্র অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা এই মাঠে না খেলতে চিঠি দিয়েছে। বাকি কোনও দলের আপত্তি নেই। বসুন্ধরা কিংস বলেছে, এই মাঠে খেলতে আপত্তি নেই তবে লিগ যেন ঘাসের মাঠে হয়।’

লিগের ১২ ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ২৫ ডিসেম্বর, গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ৩০ ডিসেম্বর। চারটি কোয়ার্টার ফাইনাল হবে যথাক্রমে ১ ও ২ জানুয়ারি। দুই সেমিফাইনাল হবে ৫ জানুয়ারি, আর ফাইনাল মাঠে গড়াবে ৮ জানুয়ারি।

প্রাইজমানি আগের মতোই চ্যাম্পিয়ন ৫ লাখ ও রানার্স-আপ ৩ লাখ টাকা।

গ্রুপ ‘এ’: বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ

গ্রুপ ‘বি’: আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা

গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ এফসি

গ্রুপ ‘ডি’: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭