ইনসাইড গ্রাউন্ড

হার্ট অ্যাটাক হয়ে মাঠেই ফুটবলারের মৃত্যু


প্রকাশ: 24/12/2021


Thumbnail

কিছুদিন আগে ইউরোতে হার্ট অ্যাটাক হয়ে মুখ থুবড়ে মাঠে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। ডেনমার্কের প্লেমেকারের হার্ট অ্যাটাকের সে দৃশ্য এখনো ভয় জাগায় দর্শকের মনে। কিছুদিন আগেই ভয় পাইয়ে দিয়েছিলেন সার্জিও আগুয়েরো। ৩০ অক্টোবর আলাভেসের বিপক্ষে প্রথমার্ধে বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে উঠে যান আগুয়েরো। সে ঘটনায় পেশাদার ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছেন আগুয়েরো।

প্রথম দুই ঘটনায় মৃত্যুকে পাশ কাটানোর খবরে স্বস্তি পেয়েছেন সমর্থকেরা। কিন্তু বছরের শেষ ভাগে এসে খেলার মাঠে ফুটবলারের মৃত্যুর খবরই পেতে হলো। গতকাল মাঠে হার্ট অ্যাটাক হওয়ায় মৃত্যুবরণ করেছেন ওমানের এক ফুটবলার মুখালেদ আল-রাকাদি। গতকাল ওমান ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ ছিল মাসকাট এফসি ও আল-সুয়াইক এফসির। ম্যাচের আগে গা গরম করার সময় ২৯ বছর বয়সী ডিফেন্ডার আল-রাকাদির হার্ট অ্যাটাক হয়। অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সবার চেষ্টা ব্যর্থ হয়েছে।

এ ব্যাপারে রাকাদির ক্লাব মাসকাট টুইটারে জানিয়েছে, ‘আল্লাহর ইচ্ছা মেনে নিয়ে মাসকাট স্পোর্টস ক্লাবের পরিচালকেরা এবং এর সংশ্লিষ্ট সবাই আল-রাকাদির পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে মাফ করে দিক।’ আল-রাকাদির ঘটনার পর গতকালকের ম্যাচটি বাতিল করেছে মাসকাট এফসি। লিগে সবার নিচে আছে ক্লাবটি। এ বছরের শুরুতেই মাসকাট ক্লাবে যোগ দিয়েছিলেন আল-রাকাদি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭