ইনসাইড গ্রাউন্ড

আজ এশিয়া কাপের মিশন শুরু যুব টাইগারদের


প্রকাশ: 24/12/2021


Thumbnail

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। উদ্বোধনী দিনে ছয়টি দল মাঠে নামলেও বাংলাদেশ নামছে শুক্রবার। এখানকার সময় অনুযায়ী বেলা ১১টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যুবদল। তাই প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাতে মরিয়া রাকিবুলরা। ভিডিও বার্তায় যুব দলের অধিনায়ক রাকিবুল হাসান সেই বার্তাই দিয়েছেন।

নেপালের বিপক্ষে ম্যাচের আগে রাকিবুল বলেছেন, ‘ শুক্রবার আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। এই মুহূর্তে দলের অবস্থা খুব ভালো। তাই ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

গত ২১ ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ। একদিন কোয়ারেন্টিনে থেকে বৃহস্পতিবার অনুশীলন করেছে পুরো দল। প্রথম দিনের অনুশীলন শেষে রাকিবুল বলেছেন, ‘একদিন কোয়ারেন্টিন শেষে আমরা এখানে অনুশীলন করেছি। সবাই সুস্থ আছে। আজ আমাদের প্রথম অনুশীলন সেশন হয়েছে। আমরা পুরো প্রস্তুত আজকের (শুক্রবার) ম্যাচের জন্য। প্রথমদিনের অনুশীলনে সবাই ভালো অবস্থানে আছে।’

এশিয়া কাপে গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সবমিলিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সহজই বলা চলে। গ্রুপ পর্বশেষে ৩০ ডিসেম্বর দুই সেমিফাইনাল মাঠে গড়াবে। এরপর ৩১ ডিসেম্বর হবে ফাইনাল। আজ নেপালের বিপক্ষে ম্যাচের পর ২৫ ডিসেম্বর কুয়েতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ২৮ ডিসেম্বর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭