ইনসাইড গ্রাউন্ড

মেসি পিএসজির হয়ে ফর্মে ফিরবে কবে?


প্রকাশ: 24/12/2021


Thumbnail

গত গ্রীষ্মে বার্সেলোনায় টানা ২১ বছরের পথচলা শেষে ফ্রি-এজেন্ট হিসেবে পিএসজিতে গেছেন লিওনেল মেসি। আর্থিক সংকটের কারণে বার্সার পক্ষে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। বেতন কমিয়েও থাকতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

ন্যু ক্যাম্পে থাকার সময়ই নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন মেসি। পার্ক ডে প্রিন্সেসে যদিও সময়টা ভালো কাটছে না তার। পিএসজির হয়ে অভিষেকের পর ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের ১২ ম্যাচে গোল সবে ৪টি, সঙ্গে অ্যাসিস্ট ৩টি। লিগ ওয়ানে মাত্র একবার জালের দেখা পেয়েছেন। যে পরিসংখ্যান তার নামের সঙ্গে একবারেই বেমানান।

পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে শুরু করেছেন মেসি। মৌসুমের শুরু থেকে বড়দিনের ছুটির আগ পর্যন্ত এবারই সবচেয়ে কম গোল করেছেন তিনি। এখন মৌসুমের পর পরের অর্ধে মেসি এই খরা কাটাতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা। 

পরিসংখ্যান বলছে ২০০৭-০৮ মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত সব মৌসুম মিলিয়ে মেসি গোল করেছিলেন ১২ টি। পরের দুই মৌসুমে এই সংখ্যা ছিল ১৬। তবে এরপর থেকে এই সংখ্যা তরতর করে বাড়তে থাকে। ২০১০-১১ মৌসুমে মেসির গোল সংখ্যা ছিল ২৭ টি। পরের মৌসুমে মেসি গোল করেন ২৯ টি। তবে আগে-পরের সব রেকর্ড মেসি ছাপিয়ে যান ২০১২-১৩ মৌসুমে। এই মৌসুমে মেসি গোল করেন ৩৫ টি। 

২০১৩-১৪ মৌসুমে অবশ্য এই সময়ের মধ্যে মেসির গোল বেশ নিচে নেমে আসে। সেবার মেসি গোল করেন ১৪ টি। এক মৌসুম পর সেটি বেড়ে দাঁড়ায় ২৩-এ। ২০১৫-১৬ মৌসুমে মেসি করেন ১২ গোল। ১৬-১৭ মৌসুমে সেটি বেড়ে দাঁড়ায় ২৩ গোলে। পরের দুই মৌসুমে সেই সংখ্যা ছিল যথাক্রমে ১৯ ও ২১। ২০১৯-২০ মৌসুমে মেসির গোল ছিল ১৫। এরপর সর্বশেষ গত মৌসুমে বড়দিনের আগ পর্যন্ত মেসির সময়টা ভালো যায়নি।

সেবার মেসি গোল করেছিলেন ১০ টি। সেই মেসিই পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান। এবার মেসি অবশ্য গত মৌসুমের পারফরম্যান্সও ধরে রাখতে পারেনি। বড়দিনের ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত সব মিলিয়ে মেসির গোল সংখ্যা এখন পর্যন্ত ৬ টি। এত কম গোল এর আগে কখনোই করেননি মেসি। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭