ওয়ার্ল্ড ইনসাইড

ইসলামের অবমাননা বাকস্বাধীনতা নয়: ভ্লাদিমির পুতিন


প্রকাশ: 24/12/2021


Thumbnail

‘ইসলামের অবমাননা বাকস্বাধীনতা নয়। ইসলামের অপমান ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতির লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নিজের বার্ষিক সংবাদ সম্মেলনের সময় এমন মন্তব্য করেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রাশিয়া একটি বহু-জাতিগত এবং বহু-স্বীকৃতিমূলক রাষ্ট্র হিসেবে বিকশিত হয়েছে বলে মন্তব্য করে পুতিন আরও বলেন, ‘তাই রাশিয়ানরা একে অপরের ঐতিহ্যকে সম্মান করতে অভ্যস্ত। কিন্তু অন্য কিছু দেশে এই সম্মানের অভাব রয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট।’

এসময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত রাশিয়ার সৈন্যদের জন্য নিবেদিত ওয়েবসাইটে নাৎসিদের ছবি পোস্ট করারও সমালোচনা করেন পুতিন। একইসঙ্গে সাধারণভাবে শৈল্পিক স্বাধীনতার প্রশংসা করে পুতিন বলেন, ‘এর সীমাবদ্ধতা রয়েছে এবং এটি অন্যান্য স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭