ইনসাইড গ্রাউন্ড

প্রতিপক্ষের অনীহায় বাতিল হলো লিভারপুলের ম্যাচ!


প্রকাশ: 24/12/2021


Thumbnail

ইউরোপে নতুন করে করোনার প্রকোপ দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপের ফুটবল লিগগুলো। ম্যাচ বাতিল করতে হচ্ছে লিগ কর্তৃপক্ষের। গেল সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ বাতিল হয়েছিল। এবার বাতিলের তালিকায় পড়লো মোহাম্মদ সালাহর লিভারপুলের ম্যাচও। লিডসের বিপক্ষে তাদের ম্যাচটি বাতিল করেছে লিগ কমিটি। সঙ্গে বাতিল হয়েছে উলভস-ওয়াটফোর্ড ম্যাচটিও। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচ দুটো।

তবে লিভারপুলের এই ম্যাচ পিছিয়ে যাওয়ার পেছনে কাজ করেছে লিডসের অনীহা। তাদের বেশ কয়েক জন ফুটবলার করোনায় আক্রান্ত। ওয়াটফোর্ডের ম্যাচও বাতিল হয়েছে একই কারণে। ভাইরাস সংক্রমিত হওয়ায় একাধিক ফুটবলারকে পাবে না বলে ওয়াটফোর্ড জানিয়ে দেয়, তাদের পক্ষেও খেলা অসম্ভব। যার ভিত্তিতেই ম্যাচ বাতিল করল প্রিমিয়ার লিগ কমিটি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে লিগ আয়োজক কমিটি এই তথ্য জানায়। 

একই দিনে ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির ম্যাচ নিয়ে এখন পর্যন্ত অবশ্য কোনো শঙ্কা নেই। সিটি কোচ পেপ গার্দিওলার ভাষ্য, ‘সারা বিশ্বেই নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। শুধু প্রিমিয়ার লিগের ক্লাবগুলিতে নয়। ম্যাচ বাতিল হওয়াটাও স্বাভাবিক। বিভিন্ন ক্লাবের ম্যানেজার ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রিমিয়ার লিগ কমিটি সব সিদ্ধান্ত নিচ্ছে আমাদের কথা ভেবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭