ইনসাইড গ্রাউন্ড

সত্যি হলো গুঞ্জন: আবারও আসছেন জেমি সিডন্স


প্রকাশ: 24/12/2021


Thumbnail

অনেকদিন ধরেই বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্সের বাংলাদেশের ক্রিকেটে আবারও সংযুক্ত হওয়ার গুঞ্জন চলছিলো। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। তবে এবার কোচ নয়, বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক হচ্ছেন তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেন।

বিসিবি সভাপতি জানান, ‘তাকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি। কোথায় করবে, কি করবে সেটা এখনও ফাইনাল করা হয় নাই, আশা করছি ফেব্রুয়ারিতেই হয়ত বা সব কিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে।’

তবে সিডন্সের কাজের ক্ষেত্র জাতীয় দলে সীমাবদ্ধ থাকছে না। প্রয়োজন অনুযায়ী তাকে দেশের যেকোনো পর্যায়ের যেকোনো দলে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এদিকে, সাবেক কোচ সিডন্সের বাংলাদেশে আবারও ফেরার বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। কারণ, বাংলাদেশের ক্রিকেটে রাজসিক উত্থানে সাবেক এই প্রধান কোচ জেমি সিডন্সের বড় অবদান আছে বলেই মনে করছেন অনেকে।

তবে সিডন্সের কাজের ক্ষেত্র জাতীয় দলে সীমাবদ্ধ থাকছে না। প্রয়োজন অনুযায়ী তাকে দেশের যেকোনো পর্যায়ের যেকোনো দলে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

উল্লেখ্য, জেমি সিডন্স ২৮শে অক্টোবর, ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং ২০১১ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭