ইনসাইড গ্রাউন্ড

চার পরিবর্তন নিয়ে বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড


প্রকাশ: 25/12/2021


Thumbnail

একাধিক পরিবর্তন নিয়ে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অধিনায়ক প্যাট কামিন্সের প্রত্যাবর্তনসহ অজি একাদশে এসেছে দুই পরিবর্তন। হারের বৃত্তে বন্দী ইংল্যান্ড চারটি পরিবর্তন এনেছে। অন্যদিকে অ্যাশেজে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজ রক্ষায় এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিততে মরিয়া ইংলিশরা। ম্যাচটি মাঠে গড়ানোর একদিন এগেই জানিয়ে দিয়েছে একাদশ। যেখানে আগের ম্যাচ থেকে এক বা দুটি নয়, চারটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। বোলিং বিভাগে ক্রিস ওকসের জায়গায় আসছেন মার্ক উড। আর স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন জ্যাক লিচ। একাদশে পরিবর্তন নিয়ে রুট বলেন, ‘প্রথম দুই ম্যাচের স্কোরলাইন দেখে মনে হতে পারে অস্ট্রেলিয়া আমাদের চাইতে অনেক ভালো দল। কিন্তু আমি তেমনটা মনে করি না। আমরা যদি নিজেদের সামর্থ্যের ধারেকাছেও যেতে পারি, তাহলে ওদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারব।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭