ইনসাইড গ্রাউন্ড

আম্পায়ার করোনায় আক্রান্ত, ম্যাচ বাতিল


প্রকাশ: 26/12/2021


Thumbnail

ওমিক্রনের প্রভাবে একের পর এক বাতিল হচ্ছে ফুটবল ম্যাচ। এবার এর আঘাত পড়লো ক্রিকেটে। বাতিল হয়ে গেলো যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। অবশ্য আক্রান্ত ব্যক্তি কোনও খেলোয়াড় নয়। তিনি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারা। তার সংস্পর্শে আসা বাকি তিন আম্পায়ারকেও আইসোলেশনে পাঠানো হয়েছে।

২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, 'বক্সিং ডের প্রথম ওয়ানডে বাতিল হয়েছে বিকেলে ম্যাচ অফিসিয়ালদের একজনের করোনা পজিটিভ হওয়ার খবরে। বাকি তিনজন নেগেটিভ হলেও তারা ওই আম্পায়ারের সংস্পর্শে আসায় প্রথম ওয়ানডেতে পাওয়া সম্ভব ছিল না।'

২৬ ডিসেম্বরের প্রথম ওয়ানডে বাতিল হলেও ২৮ এবং ৩০ ডিসেম্বর বাকি দুই ম্যাচ আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র ক্রিকেট। প্রয়োজনে বাড়তি ম্যাচ অফিসিয়াল প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭