ইনসাইড গ্রাউন্ড

এবার মাঠে আলজেরিয়ান ফুটবলারের মৃত্যু (ভিডিও)


প্রকাশ: 26/12/2021


Thumbnail

কদিন আগে ম্যাচের আগে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওমানের ফুটবলার মুখালিদ আল রাকাদি। সেই ঘটনার এবার দুঃসংবাদের কালো মেঘ ঢেকে ফেলল আলজেরিয়ার ক্রীড়াজগতকে। ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ায়। নিহত খেলোয়াড়ের নাম সোফিয়ান লুকার। হোম সেকেন্ড ডিভিশন ম্যাচ চলাকালীন নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন তিনি। তারপর চোট সারিয়ে মাঠে খেলছিলেন তিনি। কিন্তু এরপরেই লুকার মাঠের মধ্যেই মাটিতে লুটি পড়েন। এরপরেই মারা যান সোফিয়ান।

বর্তমানে আলজেরিয়াতে লিগ-টু টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মৌলৌদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ২৮ বছর বয়সী লুকার মৌলুদিয়া সাইদার হয়ে খেলছিলেন। ম্যাচে তখন প্রথমার্ধের খেলা চলছিল। প্রথমে নিজের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা খান লুকার। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও খেলা শুরু করেন। 

মাঠে ফেরার ১০ মিনিট পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন লুকার। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছর, তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। এই ঘটনার পর দুই দলের খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়েন। পরে ম্যাচটি বাতিল হয়ে যায়। ম্যাচ বাতিল হওয়া আগ পর্যন্ত মৌলুদিয়া সাইদা এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। সোফিয়ান লুকার ছিলেন দলের অধিনায়ক।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭