ইনসাইড গ্রাউন্ড

অ্যাশেজ টেস্ট: নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরলো ইংল্যান্ড


প্রকাশ: 27/12/2021


Thumbnail

অ্যাশেজে মেলবোর্নে তৃতীয় টেস্টে অজিদের বোলিং তোপে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায়। তবে জেমস অ্যান্ডারসন, মার্ক উড, ওলি রবিনসনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি লিড নিতে পারেনি অজিরা। 

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এগিয়ে ৮২ রানে।

১ উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার (৩৮)। আরেক ওপেনার মার্কাস হ্যারিস অপরাজিত ছিলেন ২০ রানে।

সেই হ্যারিসই শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক। তিনি একটা প্রান্ত ধরে রেখেছিলেন। পরের ব্যাটসম্যানরা কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। দলীয় ১৮০ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন হ্যারিস। ১৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৭৬ রান করা অজি ওপেনারের উইকেটটি নেন জেমস অ্যান্ডারসন। এছাড়া ট্রাভিস হেড ২৭, প্যাট কামিন্স করেন ২১ রান। মিচেল স্টার্ক ২৪ রানে অপরাজিত থাকেন।

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেমস অ্যান্ডারসন। ৩৩ রানে বর্ষীয়ান এই পেসারের শিকার ৪ উইকেট। ওলি রবিনসন আর মার্ক উড নেন দুটি করে উইকেট।

দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশ ব্যাটার।  দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড এর সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১ রান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭