ইনসাইড গ্রাউন্ড

দ্বিতীয় ইনিংসেও ইংলিশদের ব্যাটিং বিপর্যয়


প্রকাশ: 27/12/2021


Thumbnail

মর্যাদার অ্যাশেজ সিরিজের তৃতীয় বক্সিং ডে টেস্টেও ভালো সূচনা পায়নি সফরকারী ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনেই ১৮৫ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই টেস্টে হার। মর্যাদার অ্যাশেজ সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই ইংল্যান্ডের। এদিকে একচ্ছত্র আধিপত্যে সহজেই ২-০ লিড নিয়েছে অস্ট্রেলিয়া। এমন চাপের মুখে বোলারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারিরা। জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া থামে ২৬৭ রানে।

তবে মেলবোর্ন টেস্টে ৮২ রানে পিছিয়ে থেকে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট। ৩২ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংলিশরা। জো রুটের দল এখনও পিছিয়ে ৫১ রানে। অর্থাৎ ইনিংস হারের শঙ্কাও রয়ে গেছে সফরকারিদের।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভার কোনোমতে কাটালেও পঞ্চম ওভারে জোড়া ধাক্কা খায় ইংল্যান্ড। টানা দুই বলে জ্যাক ক্রলি (৫) আর ডেভিড মালানকে (০) ফেরান মিচেল স্টার্ক। ৭ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরবেন কি, উল্টো বিপদে ফেলেই সাজঘরে ফেরেন হাসিব হামিদ। ইংলিশ ওপেনার ৭ রান করে হন অভিষিক্ত স্কট বোল্যান্ড শিকার। দশম ওভারে এক বল পর ‌‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা জ্যাক লিচকেও বোল্ড করেন বোল্যান্ড। ফলে আরও একবার ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব পড়েছে অধিনায়ক জো রুটের কাঁধে। ১২ রানে অপরাজিত তিনি, ২ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামবেন বেন স্টোকস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭