ইনসাইড গ্রাউন্ড

করোনার কারণে হঠাৎ করেই বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ


প্রকাশ: 28/12/2021


Thumbnail

যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের ইনিংস শেষ না হতেই ম্যাচ বাতিল হলো। জানা গেছে, ম্যাচের আম্পায়ার করোনাভাইরাসে আক্রান্ত। 

করোনার হানা দেওয়ায় শারজায় অনুষ্ঠিত হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচটি বাতিল করা হলো। তাতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠায় কোনো প্রভাব পড়ছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলতে যাচ্ছে রাকিবুল হাসানের দল।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ‘একজন ফিল্ড আম্পায়ার আজ করোনা পজিটিভ হয়েছেন। এ কারণে খেলা বাতিল ঘোষণা করা হয়। নেট রান রেট অনুযায়ী আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। ৩০ ডিসেম্বর সেমিফাইনালে আমরা ভারতের বিপক্ষে খেলব।’

এর আগে শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিং নেয়। বাংলাদেশ আগে ব্যাটিং করে ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করে। এর আগে কুয়েতের বিপক্ষে ২২৭ ও নেপালের বিপক্ষে ১৫৪ রানে জিতেছিল তারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭