ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত


প্রকাশ: 29/12/2021


Thumbnail

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে নেপাল এবং কুয়েতকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত। শারজাহতে সেরাটা দিয়ে ভারতকে হারাতে চায় বাংলাদেশের যুবারা।

কদিন আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন দলের ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ এবং ‘বি’ দলকে হারিয়েছিল তারা। যা সেমিফাইনালে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে।

এ প্রসঙ্গে অধিনায়ক রাকিবুল বলেন, ‘আগামীকাল ভারতের সঙ্গে আমাদের সেমিফাইনাল ম্যাচ। আশাবাদী আমরা আমাদের সেরাটা দিতে পারলে অনেক ভালো করব। কারণ আমরা আমাদের প্রথম দুইটা ম্যাচ ভালো ব্যবধানে জিতেছি। আমরা আমাদের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে খেলতে নামব। ভারতের সঙ্গে বিগত সিরিজটি জিতেছি। ওদের সঙ্গে ভালো করতে ওইটাও আমাদের মানসিকভাবে সহায়থা করবে। ভালো খেলতে অনুপ্রেরণা দেবে।’

‘আমরা চেষ্টা করব আমরা আমাদের সেরাটা দিয়ে যাতে ওদের সঙ্গে আমরা জিততে পারি। আমরা এখানে বিগত তিনটি ম্যাচই এখানে খেলেছি, এটা আমাদের সুবিধা হিসেবে থাকবে ভালো করার জন্য। আমি মনে করি আমরা ওদের চেয়ে সবদিকে এগিয়ে থেকে নামব এবং আমাদের সেরাটা দেবো, ম্যাচ জিতে ভালো একটা ফলাফল নিয়ে বের হবো।’

বাংলাদেশ-ভারতের মধ্যকার সেমি ফাইনাল ম্যাচটি শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর। একই দিন দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার যুবারা। সেমিফাইনালে জয় পাওয়া দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭