ইনসাইড হেলথ

টিকা পেতে সকাল থেকে লাইন


প্রকাশ: 30/12/2021


Thumbnail

ডেল্টা ও বর্তমান করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঊর্ধ্বগতির প্রাক্কালে মানুষের মাঝে করোনার টিকা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে। যার কারণে টিকা প্রদানের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোতে লোকজনের লাইন দেখা যাচ্ছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর মিরপুরের পল্লবীর নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্র-২ এ টিকা নিতে আসা লোকজনকে লাইন ধরতে দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, পুরুষদের লাইনে অন্তত ৩০ জন দাঁড়িয়ে। নারীদের লাইনে সেই সংখ্যা ২০ এরও বেশি। তারা প্রথমে তাদের টিকার কার্ডটি জমা দিচ্ছেন। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি তাতে সিল মেরে দিচ্ছেন।

টিকার প্রথম ডোজ নিতে আসা এখলাসুর নামে এক ব্যক্তি বলেন, সকালেই লাইন ধরেছি, টিকার কার্ড জমা দিয়েছি। 

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭