ওয়ার্ল্ড ইনসাইড

ইরানকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করলো সৌদি বাদশা


প্রকাশ: 30/12/2021


Thumbnail

ইরানকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর জন্য অভিযুক্ত করে তেহরানের বিরুদ্ধে রিয়াদের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। মধ্যপ্রাচ্যের সমস্যা ও সংকটগুলোর জন্য তিনি সরাসরি ইরানকে দায়ী করেন।

গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সৌদি মন্ত্রীপরিষদে অনলাইনে দেয়া বার্ষিক ভাষণে তিনি এসব অভিযোগ করেন। 

রাজা সালমান ইরানের বিরুদ্ধে বাগাড়ম্বর করে বলেন, নিজের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক সমাজকে সহযোগিতা করছে না তেহরান।

তিনি এমন সময় এ অভিযোগ করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো রিপোর্টে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করেছে এবং ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে জানিয়েছে।

সৌদি আরবের শীর্ষ নেতারা বহু বছর ধরে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য অভিযোগ উত্থাপন করে যাচ্ছেন। তারা এমন সময় মধ্যপ্রাচ্যে সংকট সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করছেন যখন এ অঞ্চলে আমেরিকা-ইসরাইল-সৌদি ষড়যন্ত্র ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেহরান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭