ইনসাইড গ্রাউন্ড

পেসারদের নৈপুণ্যে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বড় জয়


প্রকাশ: 30/12/2021


Thumbnail

পেসারদের নৈপুণ্যে সেঞ্চুরিয়ন টেস্টে ১১৩ রানের দাপুটে জয় পেয়েছে ভারত। বক্সিং ডে টেস্ট জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল। 

এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়নে কোনো টেস্ট জয়ের কীর্তি গড়েছে ভারত। পঞ্চম ও শেষ দিনে জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে তাড়া করতে হত ৩০৫ রান। ৪ উইকেটে ৯৪ রান নিয়ে খেলতে নেমে জেতাটা প্রায় অসম্ভব ছিল। তবে সুযোগ ছিল ড্র করে ম্যাচ বাঁচানোর।

ডিন এলগার ও টেম্বা বাভুমা সেই চেষ্টা চালিয়েও হার এড়াতে পারেননি। ১৫৬ বলে ৭৭ রান করে বিদায় নেন এলগার। বাভুমা ৮০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। বাকি সতীর্থরা ভারতীয় পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলে ৬৮ ওভার ব্যাট করে ১৯১ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাকহ ও মোহাম্মদ শামি। এছাড়া মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট শিকার করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭