ইনসাইড গ্রাউন্ড

পেসারদের নিয়ে চমক দেখাতে চান ডোমিঙ্গো


প্রকাশ: 31/12/2021


Thumbnail

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই পেস বোলারদের জন্য স্বর্গ। তাই বাংলাদেশও পেসনির্ভর বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামতে পারে, এমনটাই আভাস দিয়েছেন টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। একাদশে থাকতে পারে তিনজন পেসার। 

কেমন হবে টাইগারদের একাদশ? নিউজিল্যান্ড থেকে পাঠানো বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর এক ভিডিওবার্তায় কিছুটা ইঙ্গিত পাওয়া গেলো। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়তো ৩ পেসারের ওপর ভরসা রাখবো। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করবো। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’

নিউজিল্যান্ডের মাটিতে কখনোই কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা। এবার কি সেই আক্ষেপ ঘুচানোর চেষ্টা করবে তারা। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭