ইনসাইড টক

‘আগামী বছরও করোনা মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হবে’


প্রকাশ: 31/12/2021


Thumbnail

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী বছরটা যেন আমাদের ভালো কাটে। ২০২০-২১ সাল করোনার তাণ্ডবে বিপর্যস্ত ছিলো, ডেল্টা, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে। হাসপাতাল ভর্তি রোগী, আইসিউর অভাব, অক্সিজেন সংকট, অনেক লোক মারা গিয়েছে। বর্তমানে আমরা সেটা কাটিয়ে উঠেছি। করোনা বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। ভ্যাকসিনের কার্যক্রম শুরুতে কিছুটা অগোছালো হলেও আমরা ভ্যাকসিনে সফল হয়েছি।

স্বাস্থ্যখাতে নতুন বছরের চ্যালেঞ্জ, করোনার প্রকোপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এসব কথা বলেছেন। পাঠকদের জন্য অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান তুহিন।

ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট অনেক দুর্যোগই দেশের ওপর দিয়ে গিয়েছে। লঞ্চ দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাও ছিল। এছাড়া ইউপি নির্বাচনে সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি প্রচুর হলো। আগামী দিনে এসব ভয়ভীতি দূর করে যেন সুন্দরভাবে চলতে পারি সেজন্য সকলের সহযোগিতা দরকার। যদিও করোনার সংক্রমণ এ বছরের শেষের দিকে ভালোই ছিলো।

তিনি আরও বলেন, যেহেতু ওমিক্রন আবার ছড়িয়ে পড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে সুনামি হিসেবে ঘোষণা দিয়েছে, ওমিক্রনের ব্যাপারে আগামী বছরে ঝুঁকি বেড়ে যেতে পারে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, টিকা নিতে হবে যেন আমরা ওমিক্রনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আবার যেন ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাদের না হতে হয় এটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

নতুন বছরও করোনা মোকাবেলা বড় চ্যালেঞ্জ হবে জানিয়ে ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, নতুন বছরও করোনা মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ হবে মনে হচ্ছে। বিশ্বের অনেক দেশেই ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। যদিও বলছে ওমিক্রন ভয়াবহ কিছু না, কিন্তু ভয়াবহ হতে তো সময় লাগবে না। আগামী বছরে এটা মোকাবেলা করা বড় চ্যালেঞ্জই হবে মনে হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭