ইনসাইড গ্রাউন্ড

টানা তৃতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা ভারতের


প্রকাশ: 31/12/2021


Thumbnail

সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতই জিতেছে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা। এ নিয়ে টানা তৃতীয় ও মোট অষ্টমবারের মত এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করল ভারতীয় যুবারা। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফাইনালিস্ট শ্রীলঙ্কা। তবে ভারতীয় বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি লঙ্কান যুবারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান জড়ো করে দলটি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে ভারতও। এতে ৩২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। হারনুর সিং ৫ রান করে সাজঘরে ফিরলেও অংক্রিশ রঘুবাঁশির ৬৭ বলে ৫৬ ও শাইক রশিদের ৪৯ বলে ৩১ রানের অপরাজিত দুই ইনিংসে ২১.৩ ওভার মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭