ইনসাইড হেলথ

দেশে বুস্টার ডোজ পেলেন ৭৭০৬৫ জন


প্রকাশ: 02/01/2022


Thumbnail

করোনাভাইরাস প্রতিরোধে দেশে এখন পর্যন্ত ৭৭ হাজার ৬৫ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। গতকাল শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন মোট ৩৪ হাজার ৬১ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন পুরুষ ২২ হাজার ৪৭৩ জন এবং নারী ১১ হাজার ৫৮৮ জন। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট ৪৩ হাজার চারজনকে। ফলে এযাবৎ মোট ৭৭ হাজার ৬৫ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

এছাড়াও এদিন দেশব্যাপী তিন লাখ ১৩ হাজার ৯৯৯ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৪১ লাখ ৬২২ জন। এদিন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন। পাশাপাশি এদিন ৪৪ হাজার ৫৪০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এযাবৎ মোট ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৬৬৫ জন শিক্ষার্থীকে। এযাবৎ তিন লাখ ৭১ হাজার ৯১০ জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন।

দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এদিন মোট এক লাখ তিন হাজার ৪৩৪ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ২১৬ জন। কমিউনিটি ক্লিনিকে এদিন দ্বিতীয় ডোজ দেওয়া দুই লাখ ৯২ হাজার ৯৭৮ জনকে। কমিউনিটি ক্লিনিকে এযাবৎ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯২৮ জন।

বর্তমানে সারা দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭