কালার ইনসাইড

নতুন বছরে মুক্তি পাচ্ছে যে সব চলচ্চিত্র


প্রকাশ: 02/01/2022


Thumbnail

করোনার এই মন্দ সময়ে ভালো নেই বিশ্ব চলচ্চিত্রের বাজার। ভালো মন্দে কেটেছে ২০২১। মহামারির কারণে কখনো বন্ধছিলো প্রেক্ষাগৃহ আবার কখনোবা খোলা। সব কিছু মিলিয়ে লোকসানের আশঙ্কায় বড় বাজেটের ছবিগুলো মুক্তি দেননি অনেক প্রযোজক। তবে বছর শেষে কিছু ছবি মুক্তি পেয়েছে। নতুন বছর ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ঢালিউড।

গত বছর মুক্তি পেয়েছে রেহানা মারিয়াম নূর, পদ্মাপুরান, চন্দ্রাবতীর কথা, মিশন এক্সট্রিম, লাল মোরগের ঝুঁটি, কালবেলা, নোনা জলের কাব্য ছবিগুলো। টুকটাক আলোচনা ছিল ছবিগুলো নিয়ে। দেশ-বিদেশে সাড়া ফেলে রেহানা মারিয়াম নূর, ঢাকায় প্রশংসা কুড়ায় মৃধা বনাম মৃধা।

এদিকে বিদায়ী বছরের শেষ দিকে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ডজনখানেক ছবি। বছরের প্রথম সপ্তাহ থেকে পর্যায়ক্রমে মুক্তি পাবে সেগুলো। তালিকায় আছে শান, মুখোশ, পাপ–পূণ্য, অমানুষ, তালাশ, গলুই, ক্যাসিনো, পরাণ ছবিগুলো। এর মধ্যে কয়েকটি ছবি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল ঢাকার চলচ্চিত্র বাজারে। পাশাপাশি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘জ্বীন’, ‘দিন দ্য ডে’, ‘বর্ডার’, ‘সিক্রেট এজেন্ট’, ‘ঢাকা ২০৪০’, ‘গিরগিটি’ সহ আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় আছে।

নতুন বছরের প্রথম দুই মাসে মুক্তি পেতে যাচ্ছে কয়েকটি আলোচিত সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।

শান

সময়ের আলোচিত জুটি সিয়াম আহমেদ-পূজা চেরি। দুজনকে আবারো পর্দায় দেখা যাবে ‘শান’ সিনেমায়। এম এ রাহিম পরিচালিত সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির পরিকল্পনা করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। কিন্তু মহামারি করোনার কারণে সম্ভব হয়নি। অবশেষে আসছে ৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির পরিচালক এম রাহিম, গল্প লিখেছেন আজাদ খান। ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

মুখোশ

পরীমনি অভিনীত বছরের প্রথম সিনেমা 'মুখোশ' মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করছেন রোশান। আরও আছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, প্রাণ রায়সহ অনেকে। আগামীকাল ২ জানুয়ারি 'মুখোশ' সিনেমার প্রথম গান মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

অমানুষ

অনন্য মামুন পরিচালিত 'অমানুষ' সিনেমাটি আগামী ২৮ জানুয়ারি  মুক্তি পাবে। এটি রাফিয়াথ রশীদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা। এতে আরও অভিনয় করেছেন নীরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

পরিচালক অনন্য মামুন বলেন, ''অমানুষ' আমার পরিচালিত ১৬তম সিনেমা। সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি।'

পাপ-পূণ্য

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'পাপ-পূণ্য' সিনেমাটি আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ অনেকে।

তালাশ

সৈকত নাসির পরিচালিত 'তালাশ' সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ ফেব্রুয়ারি। এক দল গানপাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ এবং আসিফ আহসান খান।

পরাণ

ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা 'পরাণ'। সিনেমায় বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭