ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের আগে চোট, ৩ দিনের বিশ্রামে মাশরাফি


প্রকাশ: 03/01/2022


Thumbnail

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে বিসিবির অধীনে থাকা ঢাকা ফ্র্যাঞ্চাইজি। খেলার বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটার ইতোমধ্যে অনুশীলন শুরু করলেও মাঠে দেখা যায়নি বাংলাদেশের সাবেক অধিনায়ককে। 

কবে নাগাদ মাঠের অনুশীলনে দেখা যাবে মাশরাফিকে। এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল তাকে। মাশরাফি জানিয়েছেন, আপাতত পিঠের চোটে ভুগছেন তিনি। যে কারণে ৩ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। 

আইজিপি কাপ জাতীয় কাবাডির ফাইনালে অতিথি হিসেবে আসা মাশরাফি এ প্রসঙ্গে বলেন, ‘আমার একটু পিঠের চোট রয়েছে। তিনদিনের বিশ্রামে রয়েছি। দেখা যাক কি হয়।’

লম্বা সময় ধরেই জাতীয় দলের জার্সিতে নেই মাশরাফি। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ডানহাতি এই পেসারকে দেখা যায়নি গত এক বছরে। মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। সেই টুর্নামেন্টে ৪ ম্যাচে খেলেছিলেন তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭