ইনসাইড গ্রাউন্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যতিক্রমী রেকর্ড


প্রকাশ: 03/01/2022


Thumbnail

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন মিলিয়ে এখন পর্যন্ত ১৫৬ ওভার ব্যাট করেছে টাইগাররা, যা গড়েছে সবচেয়ে বেশি বল খেলার পঞ্চম রেকর্ড। এছাড়া এশিয়ার বাইরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইনিংস (বলের হিসেবে)। 

এই অসমাপ্ত ইনিংসের চেয়ে বাংলাদেশের বেশি বল মোকাবেলা করা ইনিংস আছে আরও চারটি। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৬ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ। যা বাংলাদেশের ইনিংস সবচেয়ে বেশি বল মোকাবেলা করার রেকর্ড।

দীর্ঘস্থায়ী ইনিংসের দ্বিতীয় স্থানে আছে গত বছরের পাল্লেকেলে টেস্ট। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করেছিল ১৭৩ ওভার। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে টাইগাররা ১৬০ ওভার ব্যাট করেছিল।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে বাংলাদেশ ৬ উইকেটে ৪০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। বর্তমানে ৭৩ রানের লিড নিয়ে স্বস্তিতে রয়েছে সফরকারী দল।

একনজরে টেস্টে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ৫ ইনিংস

১৯৬ ওভার – প্রতিপক্ষ শ্রীলঙ্কা, গল টেস্ট (২০১৩)
১৭৩ ওভার – প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাল্লেকেলে টেস্ট (২০২১)
১৬০ ওভার – প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ঢাকা টেস্ট (২০১৮)
১৫৮.৫ ওভার – প্রতিপক্ষ জিম্বাবুয়ে, খুলনা টেস্ট (২০১৪)
১৫৬* ওভার – প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই টেস্ট (২০২২)


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭