ইনসাইড ইনভেস্টিগেশন

এবার শিল্পকলা ডিজির দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক


প্রকাশ: 04/01/2022


Thumbnail

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনুসন্ধান করতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি টিম। গতকাল সোমবার (৩ জানুয়ারি) দুদকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। 

দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে তদারককারী কর্মকর্তা হিসেবে।

দুদক সূত্র জানা গেছে, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭