ইনসাইড গ্রাউন্ড

৪৭ টেস্ট পর পেসারদের প্রথম ‘ফাইফার’


প্রকাশ: 05/01/2022


Thumbnail

আবু জায়েদ রাহী ২০১৭ সালে নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে, ২০১৯ সালে ভারতের ইন্দোরে ৫ উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফিল্ডাররা নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি। রাহীও পাননি টেস্টে তার প্রথম ৫ উইকেটের স্বাদ। ওয়েলিংটনে তার বোলিংয়ে দুই ক্যাচ, ইন্দোরে এক ক্যাচ মিস। 

তাসকিনের কথাই ধরুন। গত বছর পাল্লেকেলেতে ক্যারিয়ার সেরা ৪ উইকেট পেলেন। অথচ তার নামের পাশে থাকতে পারতো ৬ উইকেট। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় তাসকিনের মুখে হাসি নেই! 

প্রশ্ন উঠছিল, টেস্টে পেসারদের ৫ উইকেটের জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে? 

ইবাদত হোসেন আজ সেই প্রশ্নের সমাপ্তি টানলেন। মাউন্ট মঙ্গানুইতে বুধবার সকালে রস টেইলরকে ফিরিয়ে ইবাদত পেলেন ৫ উইকেটের স্বাদ। প্রায় ৯ বছর ও ৪৭ টেস্ট পর বাংলাদেশের কোনো পেসার পেলেন টেস্টে ৫ উইকেটের স্বাদ। ২০১৩ সালে রবিউল ইসলাম শিপলুর পর প্রথম পেসার হিসেবে ইবাদত পেলেন ফাইফার। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭