ইনসাইড গ্রাউন্ড

ঐতিহাসিক জয়টি ভুলে যেতে চান মুমিনুল!


প্রকাশ: 05/01/2022


Thumbnail

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি উজ্জ্বলতম দিন আজ। টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের স্বার্থে এই ঐতিহাসিক জয়টি আপাতত ভুলে থাকতে চাচ্ছেন বাংলাদেশ দলপতি মুমিনুল হক।

ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘জয়ে দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম। তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। বোলাররাই মূলত ম্যাচটা জিতিয়েছে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’

দুর্দান্ত জয়ের পরও পা মাটিতে রাখতে চান মুমিনুল। আপাতত এই জয় ভুলে দ্বিতীয় ও শেষ টেস্টটাও জিততে চান বাংলাদেশ দলপতি। তিনি বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হতো। এই জয়টার কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে।’

উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৯ জানুয়ারি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭