কোর্ট ইনসাইড

বহুবিবাহ প্রশ্নে রুল জারি হাইকোর্টের


প্রকাশ: 05/01/2022


Thumbnail

পুরুষের বহুবিবাহের ক্ষেত্রে কেবলমাত্র অনুমতি নেয়ার বিদ্যমান পদ্ধতিই নয়, বরং বহুবিবাহের ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতের নিশ্চয়তা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৫ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন। পাশাপাশি বহুবিবাহ বিষয়ে কেন নীতিমালা করার নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
 
আইন সচিব ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ১৩ ডিসেম্বর হাইকোর্টে এই রিটটি করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭