ইনসাইড ওয়েদার

শৈত্যপ্রবাহ: বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষরা


প্রকাশ: 05/01/2022


Thumbnail

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। বুধবার (৫ জানুয়ারি) সকালে জেলার তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রী সেলসিয়াস।  

হিম বাতাসে জবুথবু মানুষ। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল আর খেটে খাওয়ারা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষরা।   

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বলেন, জেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭