ইনসাইড হেলথ

করোনায় মৃত্যু কমলেও, বেড়েছে শনাক্ত


প্রকাশ: 05/01/2022


Thumbnail

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। কিন্তু শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৮৯২ জনে। শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।
 
বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানাচ্ছে, দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। মারা গেছেন মোট ২৮ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, একজনের ৭১-৮০ ও আরেকজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে।

তিনজনের মধ্যে দু’জন ঢাকা বিভাগের। আরেকজন রাজশাহীর। তিনজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭