ইনসাইড গ্রাউন্ড

করোনায় আক্রান্ত হলেন প্রধান নির্বাচক নান্নু


প্রকাশ: 06/01/2022


Thumbnail

এক দিন আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল আরেক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটুর। এবার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর।

গতকাল (৫ জানুয়ারি) রাত ৮টায় তিনি মিডিয়াকে এ খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশের জয়ের পর কাল সকাল থেকেই মিডিয়ার কাছে নিজের প্রতিক্রিয়া জানাতে থাকেন তিনি। মিডিয়ার সঙ্গে যখন কথা বলছিলেন, তখনও জানিয়েছেন তার শরীরে জ্বর রয়েছে। এ কারণে শরীর কিছুটা খারাপও করছিল। কিন্তু বাংলাদেশের এমন এক জয়ের দিনে তো আর চুপ করে বসে থাকা যায় না। সে কারণে সবার সঙ্গে কথা বলেছেন।

এরই ফাঁকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন এবং রাত ৮টার দিকেই রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। তাতেই দেখা যাচ্ছে, তিনি কোভিড-১৯ পজিটিভ। নান্নু বলেন, ‘আজ কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। তেমন কোন উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’

তিনি জানিয়েছেন, আপাতত বাসায়ই আইসোলেশনে রয়েছেন। বাসায়ই চলবে চিকিৎসা। শরীরে জ্বর ছাড়া অন্য কোনো জটিলতা নেই আপাতত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭