ইনসাইড বাংলাদেশ

টিকা ছাড়া শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না: মন্ত্রীপরিষদ সচিব


প্রকাশ: 06/01/2022


Thumbnail

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা ছাড়া ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব এ কথা জানান। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আগামীতে নির্দেশনা জারি করবে বলেও জানান মন্ত্রীপরিষদ সচিব।

এ সময় টিকার বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা কমানো হবে বলেও জানান তিনি। তিনি আরো জানান, টিকার সনদ ছাড়া বিমান ও ট্রেনেও ভ্রমণ করা যাবে না। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রীসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭