ইনসাইড গ্রাউন্ড

তবুও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন এরিকসেন


প্রকাশ: 06/01/2022


Thumbnail

গত বছর ইউরোতে ডেনমার্ক-ফিনল্যান্ডের ম্যাচে এক আকস্মিক দুর্ঘটনার দৃশ্য দেখা যায়। ম্যাচ চলাকাকীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। সেই ম্যাচে জয়-পরাজয়ের চেয়েও যেন বড় হয়ে উঠেছিলেন এই ডেনিস তারকা মিডফিল্ডার।

সেই ম্যাচের পর থেকে মাঠে আর নামা হয়নি তার। তবু তিনি চলতি বছর কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি। ডেনিসদের লাল জার্সিটা পড়ে রাঙাতে চান ফুটবলের মহাযজ্ঞ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সেই ম্যাচে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এরিকসেনের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে বসানো হয়েছে ইমপ্ল্যানটেবল কার্ডিওভার্টার ডেফিব্রিলেটর। সেটাই তাকে ইতালিয়ান লিগে তার দল ইন্টার মিলানে ফেরার পথ আগলে দাঁড়িয়েছে। যে কারণে ইন্টারের সঙ্গে চুক্তিও বাতিল করতে হয় তাকে। 

এরপর থেকে কোনো ক্লাবেই আর যোগ দেননি তিনি। তবে তাই বলে বিশ্বকাপের আশা ছেড়ে দেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এ কথা। 

ডেনিস সংবাদ মাধ্যম ডিআরকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার লক্ষ্য কাতার বিশ্বকাপ খেলা। দলে নেওয়া হবে, নাকি হবে না, সেটা অনেক পরের বিষয়। তবে মাঠ দাপিয়ে বেড়ানোটাই এখন আমার স্বপ্ন। তার আগে খেলা চালিয়ে যেতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে আমাকে।’

এখন পর্যন্ত কোনো ক্লাবে যোগ না দিলেও শিগগিরই সুইজারল্যান্ডের তৃতীয় বিভাগের একটি দলে যোগ দেবেন তিনি, শোনা যাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমে। সে দিয়েই জাতীয় দলে ফিরতে চান তিনি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭