লিভিং ইনসাইড

আপনার সন্তানের কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ দেখা দিলে কি করবেন?


প্রকাশ: 06/01/2022


Thumbnail

করোনায় আক্রান্ত শিশুদের খুব একটা মারাত্মক লক্ষণ দেখা যায় না। করোনায় আক্রান্ত শিশুদের সংক্রমেনের লক্ষণ খুবই সামান্য, মাঝে মাঝে আবার কোন লক্ষণই দেখা যায় না । তাই যদি কোনো প্রকার লক্ষণ দেখা যায় তাহলে বাচ্চাদের বাসায় রাকুন এবং বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের থেকে দূরে রাখুন। প্রয়োজনে বাসায় থেকে ফোন করে তাঁর চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ গ্রহণ করুন।

১। সংক্রমণের লক্ষণ সম্পন্ন শিশুদের নিজ বাসায় নিরাপদে রাখুন।
২। করোনায় আক্রান্ত বয়স্ক ও ঝুঁকিপূর্ণ ব্যক্তির থেকে নিজ শিশুকে বিরত রাখুন।
৩। জনসমাগম থেকে দূরে রাখুন।
৪। দ্রুত স্বাস্থ্যসেবা পরামর্শকারীর থেকে পরামর্শ নিন।
৫। গনপরিবহনে চলাফেরা বন্ধ করুন।
৬। বাইরে থেকে এসেই আপনার সন্তানের কাছে যাওয়ার আগে বাইরে পরিধান করা কাপড় ছাড়ুন এবং সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিন।
৭। আপনি নিজে এবং আপনার সন্তানকে কিছুক্ষণ পর পর স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করার অভ্যাস করুন।
৮। আপনি এবং আপনার সন্তানকে নিয়মিত মাস্ক পরিধানে অভ্যাস করুন।
৯। পরিবারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তাদের এড়িয়ে চলুন এবং আপনার সন্তানকে দূরে রাখুন।
১০। মারাত্মক কিছু হলে স্বাস্থ্যসেবার জরুরি নাম্বারে ফোন করুন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭