ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনার পরের ম্যাচে দলে থাকছেন না মেসি


প্রকাশ: 07/01/2022


Thumbnail

এ বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপে আগেই খেলা নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। তবে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়নি এখনো। চলতি মাসে অনুষ্ঠেয় সেই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

নতুন পরিস্থিতিই কোচ লিওনেল স্ক্যালোনির সামনে এই বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। এখন পুরো বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে নতুন করে। ইউরোপীয় দলগুলো আগে থেকেই করোনার কারণে খেলোয়াড়দের ছাড়তে নারাজ ছিল। নতুন পরিস্থিতির কারণে যে ক্লাবগুলোর নীতিমালা আরও কঠিন হবে তা বলাই বাহুল্য।

আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে। আর তার সঙ্গে চলমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই অন্তত লিওনেল মেসিকে চলতি মাসে অনুষ্ঠেয় দুই ম্যাচে আর্জেন্টিনা দলে রাখতে চান না কোচ, জানাচ্ছে বিভিন্ন মাধ্যম।

সবশেষ আর্জেন্টিনা সফরটা অবশ্য ভালো কাটেনি মেসির। বড়দিনের ছুটিতে এসে শুরুতে বেশ কিছুদিন ঘুরে বেরিয়েছেন। এরপরই তার শরীরে ধরা পড়েছে করোনার উপস্থিতি। গুঞ্জন ছিল ওমিক্রন ধরনেও আক্রান্ত হয়েছেন তিনি। সে কারণেই হয়তো, চলতি মাসেই আবার আর্জেন্টিনায় ডাকা থেকে বিরত থাকতে চেয়েছিলেন কোচ। 

বিষয়টা শুধু ভাবনাতেই থেমে নেই। ইতোমধ্যে কথাও হয়ে গেছে লিওনেল স্ক্যালোনির কোচিং স্টাফদল ও মেসির মধ্যে। সেখানেই আর্জেন্টাইন অধিনায়ককে এই প্রস্তাব দিয়েছেন স্ক্যালোনি। 

মেসি অবশ্য এখনো সিদ্ধান্ত নেননি। স্ক্যালোনির নেতৃত্বে থাকা কোচিং স্টাফদের জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুদিন ভাবতে চান তিনি। মেসিকে বিশ্রাম দেওয়ার কথা স্ক্যালোনি ভাবলেও আর্জেন্টাইন অধিনায়ক ভাবতে চান ভিন্নভাবে। শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে চান, পিএসজিতে চলমান পরিস্থিতি কেমন, তিনি নিজে কেমন অনুভব করছেন তা দেখতে চান। আর সে কারণেই মেসি আর্জেন্টিনার আগামী ম্যাচ দুটোয় খেলবেন কি-না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। মেসির পক্ষ থেকে সিদ্ধান্ত আর্জেন্টিনাকে জানানো হলে এরপরই আলবিসেলেস্তেরা আসছে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবে। 

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল ৬টা ১৫ মিনিটে চিলির মাঠে বছরের প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। এরপর আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৫টা ৩০ মিনিটে নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে দলটি। 

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এ পর্যন্ত খেলেছে ১৩টি ম্যাচ। জিতেছে ৮টি ম্যাচে, ড্র করেছে ৫টি। হারেনি একটি ম্যাচেও যার ফলে এখন দ্বিতীয় স্থানে আছে দলটি, নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপে খেলাও। ৬ গোল করে এতে বড় ভূমিকা রেখেছেন মেসি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭