ইনসাইড বাংলাদেশ

'স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো'


প্রকাশ: 07/01/2022


Thumbnail

স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক তারাই যারা নিজের শ্রম, ঘাম, অর্থে সেবা দিয়ে এ লক্ষ্মীপুরকে আলোকিত রাখতে চায়। ধন্যবাদ জানাই এ সংগঠনদের যারা রক্তদান ছাড়াও করোনাকালিন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। 

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে রক্তের বন্ধন ৬৪ জেলা আমাদের পরিবার লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রিন্স সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, বিসিক শিল্প নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি মিন্টু, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, কাউন্সিলর মোঃ আল আমিন, সুমন বিন তাহের পাটোয়ারী, জসিম উদ্দিন ও যুবলীগ নেতা নাজমুল করিম রাজু।

মিলন হোসেন ও হোসাইন মোঃ রাসেলের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, রক্তের বন্ধন ৬৪ জেলা আমাদের পরিবার এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পিংকি মনি, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হোসাইন, লক্ষ্মীপুর জেলা সভাপতি আল আমিন হাসানসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা। 

পরে সংগঠনটির পক্ষ থেকে রক্তদাতাদের সম্মাননা প্রদান করেন অতিথিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭