ইনসাইড হেলথ

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত বাড়লো


প্রকাশ: 08/01/2022


Thumbnail

বিশ্বে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার।  গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখের বেশি মানুষের। 

শনিবার (৮ জানুয়ারি) ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ লাখ ৯৭ হাজার ৪৮ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৩৭ লাখ ৮১ হাজার ৫৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৮২ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ হাজার ৩৬৯ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ৩৪ জনের। এর আগের দিন করোনায় মারা ৬ হাজার ৮৩৪ জন। আর ওই দিন আক্রান্ত শনাক্ত হয় ২৪ লাখ ৯৭ হাজার ১৫৪ জন।  

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৫৮ হাজার ৩৪৬ জনের।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭