ইনসাইড টক

‘মনে হচ্ছে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে’


প্রকাশ: 08/01/2022


Thumbnail

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, করোনার প্রকোপ যেভাবে বাড়ছে, তার জন্য এখন থেকেই সবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলা দরকার। তা না হলে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। বাস, ট্রেন, যাত্রীবাহী পরিবহন,পর্যটন কেন্দ্রগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। বিশেষ করে বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিয়ে, দাওয়াত খাওয়ার মতো অনুষ্ঠানগুলোকে বন্ধ করা দরকার।

ওমিক্রন, করোনার প্রকোপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এসব কথা বলেছেন। পাঠকদের জন্য অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক অলিউল ইসলাম।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে এ বি এম আব্দুল্লাহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এখনও সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। কিন্তু যদি পরিস্থিতি বেশি খারাপ হয়, তাহলে তো বন্ধ করে দিতেই হবে। পার্শ্ববর্তী দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে আমরাও ঝুঁকিতে রয়েছে। এর প্রভাব এবং প্রকোপ আমাদের দেশেও পরতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে বুঝা যাবে, কি অবস্থা দাঁড়ায়। তবে মনে হচ্ছে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি মনে করি শিক্ষার্থীদের টিকার দেওয়া ও নেয়ার বিষয়টিতে আরও জোর দিতে হবে। অর্থাৎ অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।

লকডাউন প্রসঙ্গে ডা. আব্দুল্লাহ বলেন, লকডাউন আমি প্রয়োজন মনে করি না। যদি প্রকোপ অর্থাৎ সংক্রমণের হার বাড়ে, তাহলে দেখা যাবে। পরিবেশ পরিস্থিতি যদি আমাদের লকডাউন দিতে বাধ্য করে তখন হয়তো প্রশাসন চিন্তা করবে। যদি আল্লাহ না করুক পরিস্থিতি অনেক বেশি সংকটাপন্ন হয়ে পড়ে তবে হয়তো প্রশাসনের লকডাউন দিতে বাধ্য হতেও পারে। কিন্তু এই মূহুর্তে লকডাউন দেয়া ঠিক হবে না। আরও একটি লকডাউন মেনেজ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। অর্থনীতি বসে পড়বে। আমি মনে করি আমাদের সে সামর্থ্য নাই। দেখা যাক, সামনের দিনগুলোতে পরিস্থিতি কোনদিকে মোড় নেয়।

লকডাউন না দিলে স্বাস্থ্যবিধি মেনে চলবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, লকডাউন কোনো সমাধান নয়। এটি দিয়ে স্থায়ী সমস্যার সমাধান হয় না। লকডাউন দিয়ে কোনো লাভ নেই। তবে সামনের দিনগুলোতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমার জানা মতে এই মূহুর্তে লকডাউনের কোনো চিন্তা-ভাবনা সরকারের নাই।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. আব্দুল্লাহ বলেন, ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এখনও পরিস্থিতি খারাপের দিকে যায়নি। মোটামুটি একটি পর্যায়ে আছে। তবে স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। তবে এখনও নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণের বাইরে যায়নি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭