ইনসাইড গ্রাউন্ড

উইকেট নিয়ে যা বললেন টাইগার বোলিং কোচ


প্রকাশ: 09/01/2022


Thumbnail

সবুজ উইকেট মানেই বলা হয় পেসারদের স্বর্গরাজ্য। কিন্তু হ্যাগলি ওভালের সবুজ উইকেটে আজ টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের বোলিংয়ে তার ছিঁটেফোটাও দেখা গেল না। কিউই টপ অর্ডার রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে টাইগার বোলারদের। তবে কি উইকেট দেখে ‘প্রতারণার’ শিকার হয়েছে বাংলাদেশ?

প্রথম দিন শেষে বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন আসেন মিডিয়ার সামনে কথা বলার জন্য। তিনি অকপটে স্বীকার করে নিলেন, সবুজ উইকেট দেখে যে প্রত্যাশা করেছিলেন, মূলতঃ তার কিছুই হলো না আজ। উইকেট থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি। গিবসন বলেন, ‘আমার মনে হয়, উইকেটের সবুজ দেখলে যেমনটি মনে হয়, বল ততটা (ম্যুভ) করেনি আজকে। যতটা প্রত্যাশা ছিল, ততটা করেছে বলে মনে হয় না।'

তবে একে অজুহাত হিসেবেও দাঁড় করাচ্ছেন না। 'এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। যতটা ভালো বোলিং করা উচিত ছিল, ততটা ভালোও আমরা করতে পারিনি।’

গিবসন মনে করেন, নিউজিল্যান্ড টেস্টের বিশ্বসেরা দল হিসেবেই আজ ঘুরে দাঁড়িয়েছে এবং তারা দেখিয়েছে, কেন তারা সেরা দল। গিবসন বলেন, ‘আজকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের ওঠা-নামা দেখতে পেলাম। গত সপ্তাহে আমরা অবশ্যই উঁচুতে ছিলাম। গত সপ্তাহের আবেগ ও শারীরিক সম্পৃক্ততার যে মাত্রা ছিল, সম্ভবত সেটির প্রভাব এখনও অনুভব করছি আমরা। নিউজিল্যান্ড গত সপ্তাহে নিশ্চয়ই চোট পেয়েছে এবং এখানে ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছে, কেন তারা বিশ্বের সেরা দলগুলির একটি। কেন তারা গদাটি (টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি) পেয়েছে। তারা আরও বেশি নিবেদন দেখিয়েছে, বল অনেক ভালোভাবে ছেড়েছে এবং দেখিয়েছে, কেন তারা এখন গদা ধরে রেখেছে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭